স্টেপ 1 - কম্পিউটার ও মোবাইলে Your Phone অ্যাপ ইনস্টল করতে হবে।
স্টেপ 2 - কম্পিউটারে Your Phone অ্যাপ ওপেন করে, Android অপশন বেছে নেওয়ার পর তা Continue করুন।
স্টেপ 3 - আপনার ফোনে এই অ্যাপ ইনস্টল থাকলে "Open QR Code সিলেক্ট করে কোড জেনারেট করুন।
স্টেপ 4 - এবার স্মার্টফোনে Your Phone Companion অ্যাপ ওপেন করে Link to Windows অপশন সিলেক্ট করুন। আইকনে ট্যাপ করে টার্ন অন করুন।
স্টেপ 5 - Link your phone And PC বক্সে ক্লিক করুন। এবার, কম্পিউটারে স্ক্রিনের QR Code ফোন থেকে স্ক্যান করুন। তার পরই আপনার স্মার্টফোন, কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে।
সম্প্রতি Windows 11-এর ঘোষণা করেছে Microsoft। নতুন ভার্সনে গ্রাহকরা সরাসরি কম্পিউটার থেকেই Android অ্যাপ ইনস্টল করে চালাতে পারবেন। চলতি বছরের শেষে বিভিন্ন কম্পিউটারে এই আপডেট পৌঁছতে শুরু করবে। যদিও, আপনাকে এই ফিচার ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ, Your Phone অ্যাপ্লিকেশন ব্যবহার করে কম্পিউটারে Android অ্যাপ চালাতে পারবেন। যদিও, তার জন্য চাই একটি Samsung Galaxy সিরিজের স্মার্টফোন। এছাড়াও, কম্পিউটারে যে কোনও এমুলেটর ইনস্টল করে Android অ্যাপ চালানো সম্ভব।
কেন এমুলেটর ব্যবহার করা ভালো ?
Android এমুলেটর ব্যবহার করলে কম্পিউটারে Android অ্যাপ চালানোর জন্য স্মার্টফোন ডিসপ্লে কাস্ট করতে হবে না। কোনও ফোনের সাহায্য ছাড়াই কম্পিউটারে যে কোনও Android অ্যাপ চালানো যাবে। Your Phone-এর মাধ্যমে Facebook ও Instagram ফুল স্ক্রিনে চালানো যাবে না। যদিও, সে ক্ষেত্রে ওয়েব ব্রাউজার ব্যবহার করা যেতে পারে।
إرسال تعليق