আপনার এন্ড্রয়েড ডিভাইসটি হারিয়ে গেলে কেমন লাগবে ? নিশ্চয়ই খুব মন খারাপ হবে? হ্যাঁ, আর যাতে কোন এন্ড্রয়েড ডিভাইস হারিয়ে না যায় সেজন্যই ওএসটির ডেভলপার গুগল নতুন একটি টুল সরবরাহ করতে যাচ্ছে। চলতি মাসের শেষ নাগাদ ওয়েব কোম্পানিটি এমন একটি সার্ভিস আনবে যা ব্যবহার করে দূর থেকেই আপনার এন্ড্রয়েড ডিভাইসের তাৎক্ষণিক অবস্থান জানা সম্ভব হবে। সেবাটি নতুন এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ওয়েবসাইটের একটি অংশ হিসেবে কাজ করবে যা এর আগে বিজনেস ইউজারদের জন্য উপলভ্য ছিল। এই রিমোট টুলের সাহায্যে আপনার ফোনের রিঙ্গার চালু করা এবং এমনকি এর মধ্যে থাকা সমস্ত কনটেন্টও মুছে ফেলতে পারবেন।
Find, lock, or erase a lost Android device
If you lose an Android phone or tablet, or Wear OS watch, you can find, lock, or erase it. If you've added a Google Account to your device, Find My Device is automatically turned on. Learn how to make sure that your device can be found if it gets lost.
To find, lock, or erase an Android phone, that phone must:
- Be turned on
- Be signed in to a Google Account
- Be connected to mobile data or Wi-Fi
- Be visible on Google Play
- Have Location turned on
- Have Find My Device turned on
If you used your lost phone for 2-step verification, you must have a backup phone or backup code.
Remotely find, lock, or erase
- Go to android.com/find and sign in to your Google Account.
- If you have more than one phone, click the lost phone at the top of the screen.
- If your lost phone has more than one user profile, sign in with a Google Account that's on the main profile. Learn about user profiles.
- The lost phone gets a notification.
- On the map, you'll get info about where the phone is.
- The location is approximate and might not be accurate.
- If your phone can't be found, you'll see its last known location, if available.
- Pick what you want to do. If needed, first click Enable lock & erase.
- Play sound: Rings your phone at full volume for 5 minutes, even if it's set to silent or vibrate.
Secure device: Locks your phone with your PIN, pattern, or password. If you don't have a lock, you can set one. To help someone return your phone to you, you can add a message or phone number to the lock screen.
Erase device: Permanently deletes all data on your phone (but might not delete SD cards). After you erase, Find My Device won't work on the phone.
Important: If you find your phone after erasing, you'll likely need your Google Account password to use it again.
নতুন এই সেবা এন্ড্রয়েড ২.২ থেকে শুরু করে সকল আপডেটেড ভার্সনে পাওয়া যাবে। অর্থাৎ, প্রায় ৯৮.৭ শতাংশ এন্ড্রয়েড ব্যবহারকারীই তাদের ডিভাইসগুলোকে আরও নিরাপদে রাখতে পারবেন। সুবিধাটি সহজে ব্যবহারযোগ্য করার উদ্দেশ্যে গুগল একটি আলাদা এন্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এপ্লিকেশনও রিলিজ করবে, তবে মূল রিমোট টুল সার্ভিস পেতে এই এপটি ইনস্টল করা না থাকলেও কোন সমস্যা নেই।
যাইহোক, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত স্মার্ট ডিভাইস অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েডে আরও অনেক আগেই এরকম একটি সুবিধা চালু হওয়া উচিৎ ছিল। অপরদিকে অ্যাপল ও মাইক্রোসফট তাদের নিজ নিজ মোবাইল অপারেটিং সিস্টেমে হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে বের করার ব্যবস্থা ইতোমধ্যেই চালু করেছে। অ্যাপল ম্যাকবুকেও এ ধরণের সুবিধা পাওয়া যায়।
অবশ্য কিছু কিছু এন্ড্রয়েড ডিভাইস নির্মাতা যেমন এইচটিসি ও সনি তাদের নিজ উদ্যোগে রিমোট ট্র্যাকিং প্রোগ্রাম হাতে নিয়েছিল যা গুগলের এই টুলের কারণে আরও গতি পাবে। তবে রিমোট ট্র্যাকিং সার্ভিস কবে নাগাদ আন্তর্জাতিক যাত্রা শুরু করবে সে সম্পর্কে কোন তথ্য জানায়নি গুগল।
إرسال تعليق