Advertisment

সম্প্রতি একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আবেদন করা যাবে অনলাইনে সরাসরি অফিশিয়াল টেলিটক সাইটের মাধ্যমে আবেদন করতে হবে ।  এ ক্ষেত্রে নির্দিষ্ট  পরীক্ষার ফি প্রদানপূর্বক আবেদন করতে পারবেন ।  পরীক্ষার্থী প্রেরণের জন্য  অবশ্যই আপনার নিকট একটি টেলিটক সিম থাকতে হবে । 


জেলা প্রশাসকের কার্যালয়, পঞ্চগড়ঃ

☞ পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।

☞ আবেদনের সময়সীমাঃ ১১-১১-২০২১ ইং।

☞ অনলাইনে আবেদনঃ http://dcpgr.teletalk.com.bd/apply.php

সরকারি চাকরির আবেদনের জন্য নিম্নবর্তী  শর্তাবলী অনুসরণ করুন -

১. পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য ব্যক্তির অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে ।

২. আবেদনের সময় শেষ হওয়ার পূর্বে ফরম পূরণ করুন । 

৩. সরকারি বিধি মোতাবেক নির্ধারিত বয়স অনুসরণ করুন । 

৪. আবেদনের সময় অবশ্যই প্রার্থীর  স্বাক্ষর ও ফটো আপলোড করতে হয় তাই এই দুইটি জিনিস আগেই সংরক্ষণ করে নিন । 

  • স্বাক্ষর সাধারণত ৩০০ x ৮০ পিক্সেল হতে হবে 
  • রঙিন ছবি সাধারণত ৩০০ x ৩০০ পিক্সেল হতে হবে 

৫. আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্য পরবর্তীতে ব্যবহৃত হবে তাই আবেদন করার পূর্বেই প্রার্থীকে আবেদনকৃত তথ্যের সঠিকতা নিজে থেকে শতভাগ নিশ্চিত হয়ে প্রদান করতে হবে ।

৬. প্রার্থী পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় কপি জমা দিবেন ।

৭. এসএমএস পূরণের নিয়মাবলী ও পরীক্ষার বিবর্ধন অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্দেশনা ছবিও আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা করা সম্পন্ন হলে একটি ইউজার আইডি এবং একটি applicant's কঁপি পাবেন applicant's কপি ডাউনলোড করে সংরক্ষণ করবেন একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে পারবেন । 

৮. আবেদন ফি প্রদানের পূর্ণাঙ্গ পদ্ধতি দেখতে নিয়োগ বিজ্ঞপ্তি লিখন নিয়োগ বিজ্ঞপ্তি শেষ অংশে পরীক্ষার ফি প্রদানের পদ্ধতি সুন্দর করে দেওয়া আছে প্রথমে একটু করে নিন তারপরে আবেদন করুন । 

৯. প্রবেশপত্রঃ যে সাইট থেকে উক্ত আবেদন করবেন ঠিক ওই একই সাইটে গিয়ে বয়স পত্র ডাউনলোড করতে পারবেন । উপস পত্র প্রাপ্তির বিষয়টি উক্ত ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথা সময়ে জানানো হবে অনলাইনে আবেদন পত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস করা এবং নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় ।  একই প্রবেশপত্র দিয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ্য যে সময় এবং কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে । 

১০. এসএমএস এপ এ হৃদয় উজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করব রঙিন করে নিবেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হল

অনলাইনে আবেদনঃ http://dgi.teletalk.com.bd

Post a Comment

أحدث أقدم