আপনার কী কোয়ালিটি আছে যে ব্যাংকে নেব
মুহাম্মদ সাকিউর রহমান, অফিসার (জেনারেল), মেধাক্রম-১৭তম (২০২১ ব্যাচ), বাংলাদেশ ব্যাংক
বিবিএ-এমবিএ করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। ১৯ নভেম্বর ২০২০ তারিখে হওয়া বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগের এই ভাইভাই আমার জীবনের প্রথম ব্যাংক ভাইভা ছিল। বোর্ডে চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং আরো দুজন পরীক্ষক। ভাইভা হয়েছিল ১৫ মিনিটের মতো
(অনুমতি নিয়ে রুমে প্রবেশ ও সালাম বিনিময়ের পর)
🗣️ পরীক্ষক-১ : বাড়ি কোথায়? কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন?
🙋♂️ আমি : আমার বাড়ি চট্টগ্রাম, পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিবিএ-এমবিএ করেছি মার্কেটিংয়ে।
🗣️ পরীক্ষক-১ : বিশ্ববিদ্যালয়ে সেশন কত ছিল?
🙋♂️ আমি : ২০১২-২০১৩ সেশন, স্যার।
🗣️ পরীক্ষক-১ : তাহলে তো অনেক দিন হলো বের হয়েছেন!
🙋♂️ আমি : না স্যার। আমাদের ফ্যাকাল্টিতে সেশনজট ছিল। আমি এমবিএ রেজাল্ট পেয়েছি গত মাসে।
🗣️ পরীক্ষক-১ : কোথাও জব করছেন?
🙋♂️ আমি : না স্যার, এটাই আমার প্রথম ব্যাংক ভাইভা।
🗣️ পরীক্ষক-১ : (চেয়ারম্যান স্যারের দিকে তাকিয়ে হেসে হেসে বললেন) স্যার, ওর তো প্রথম ভাইভা, ওকে আমাদের ওয়েলকাম জানানো উচিত!
🗣️ চেয়ারম্যান স্যার : (মুচকি হেসে বললেন) ওয়েলকাম টু দ্য ওয়ার!
🗣️ পরীক্ষক-২ : আপনার মেজর তো মার্কেটিং। এমবিএ রেজাল্টও দেখলাম মোটামুটি ভালো। বলেন দেখি, ডিমার্কেটিং কী? এটা কেন করা হয়?
🙋♂️ আমি : কাস্টমারকে প্রডাক্ট বা সার্ভিসের ব্যাপারে পজিটিভ অথবা নেগেটিভ পদ্ধতিতে ডিমোটিভেট করা। এটা করা হয় প্রডাক্টের ডিমান্ড কমানোর জন্য।
🗣️ পরীক্ষক-২ : ইনভেন্টরি নিয়ে পড়েছেন?
🙋♂️ আমি : স্যার, আলাদা বিষয় হিসেবে ‘ইনভেন্টরি’ পড়িনি, তবে সাপ্লাই চেইন ছিল আমাদের।
🗣️ পরীক্ষক-২ : সাপ্লাই চেইনের কিছু মনে আছে?
🙋♂️ আমি : সম্ভবত থার্ড ইয়ারে পড়েছি। এখন কিছু মনে নেই।
🗣️ পরীক্ষক-২ : মার্কেটিংয়ের কনসেপ্ট নিয়ে কিছু বলেন।
🙋♂️আমি : স্যার, পাঁচটি কনসেপ্ট আছে—প্রডাকশন কনসেপ্ট, প্রডাক্ট কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট ও সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট।
🗣️ পরীক্ষক-২ : লিফো (লাস্ট ইন, ফার্স্ট আউট)-ফিফো (ফার্স্ট ইন, ফার্স্ট আউট) হবে না?
🙋♂️ আমি : এটা মার্কেটিংয়ে পড়িনি, স্যার। সম্ভবত অ্যাকাউন্টিংয়ে পড়েছি, এটা সাপ্লাই চেইন রিলেটেড!
🗣️ পরীক্ষক-২ : আপনারা প্রডাক্ট নিয়ে কাজ করেন! প্রডাক্ট আগে ঢুকবে, পরে বের হবে—এসব ব্যাপার নিয়ে আপনারা ডিল করেন! এটা তো আপনাদের কনসেপ্টে থাকা উচিত!
🙋♂️ আমি : জি স্যার।
🗣️ পরীক্ষক-১ : বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি?
🙋♂️ আমি : ১০টি।
🗣️ পরীক্ষক-১ : আচ্ছা, এখন নিজের ব্র্যান্ডিং করেন।
🙋♂️ আমি : (নিজের শিক্ষাগত যোগ্যতা এবং কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে বললাম। আরো বললাম...) স্কুলে থাকতেই পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম। স্কুলের রেড ক্রিসেন্ট ইউনিটের ‘ইয়ুথ চিফ’ ছিলাম, যা আমার লিডারশিপ স্কিল গ্রো করতে সাহায্য করে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেও ডিপার্টমেন্টের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। বিভিন্ন ক্লাবের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলাম। কাজ করেছি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সঙ্গে। এ ছাড়া টুকটাক লেখালেখি করি।
🗣️ পরীক্ষক-১ : এগুলোতে হবে না! আপনার কী এমন কোয়ালিটি আছে যে আপনাকে বাংলাদেশ ব্যাংকে নেব? বলুন...
🙋♂️ আমি : স্যার, কোনো কাজ বা প্রজেক্ট হাতে নিলে সেটা টাইমলি শেষ করার চেষ্টা করি। প্রেসার নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। একসঙ্গে ২০ জনের টিম লিড দেওয়ার অভিজ্ঞতা আছে।
🗣️ পরীক্ষক-১ : এসব তো পরে, সবার আগে দরকার অনেস্টি! একজন সেন্ট্রাল ব্যাংকারের এই কোয়ালিটি সবার আগে থাকা লাগবে। মার্কেটিংকে কিভাবে কাজে লাগাবেন বাংলাদেশ ব্যাংককে?
🙋♂️ আমি : স্যার, মার্কেটিং যেহেতু বিবিএর সাবজেক্ট, আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এইচআর, ট্যাক্সেশন ও ব্যাংকিং আ্য্যন্ড ইনস্যুরেন্স পড়তে হয়েছে। এসব সাবজেক্টের নলেজ আমি বাংলাদেশ ব্যাংকে কাজে লাগাতে পারব। ব্র্যান্ডিং রিলেটেড কাজেও আমার জ্ঞান কাজে লাগাতে পারব, স্যার।
🗣️ পরীক্ষক-১ : বাংলাদেশ ব্যাংকে কী প্রডাক্ট আছে, যেটা প্রমোট করবেন? অন্যান্য ব্যাংকে অনেক প্রডাক্ট প্যাকেজ আছে যদিও।
🙋♂️ আমি : স্যার, প্রাইজ বন্ড আর সঞ্চয়পত্র...
🗣️ পরীক্ষক-২ : মার্কেটিং আর সেলস কি এক?
🙋♂️ আমি : না স্যার, সেলস হলো মার্কেটিংয়ের একটা অংশ।
🗣️ পরীক্ষক-২ : অনেক প্রডাক্ট আমরা বিজ্ঞাপন ছাড়া কিনি, এটা সেলসের কারণে, নাকি মার্কেটিংয়ের কারণে?
🙋♂️ আমি : স্যার, মার্কেটিংয়ের কারণে। অ্যাডভার্টাইজিং ছাড়াও মার্কেটিংয়ের আরো টুলস আছে, যেমন-ওয়ার্ডস অব মাউথ।
🗣️ পরীক্ষক-১ : (বোর্ড চেয়ারম্যান স্যারকে বললেন) আপনি প্রশ্ন করুন...
🗣️ চেয়ারম্যান স্যার : আপনারা তো অনেক প্রশ্ন করলেন, আজকে ওকে ছেড়ে দিই।
🙋♂️--- (আমি সালাম দিয়ে ভাইভা রুম থেকে বের হয়ে এলাম।)
শ্রুতলিখন : এম এম মুজাহিদ উদ্দীন
Post a Comment