Advertisment

বোর্ড- **

সময়: ২৫ মিনিটের মত।

১৭ জনের সর্বশেষ ব্যক্তি।

দরজা খুলে "May I come in sir?

চেয়ারম্যান স্যার: Yes! Come in!

আমি: আসসালামু আলাইকুম স্যার।

চেয়ারম্যান স্যার: ওয়ালাইকুম সালাম। বসো।

আমি: ধন্যবাদ স্যার।

চেয়ারম্যার স্যার: তোমার নাম কি**?

আমি: জি স্যার।

চেয়ারম্যার স্যার: কোথা থেকে এসেছ?

আমি: স্যার, ময়মনসিংহ থেকে।

চেয়ারম্যার স্যার: এখন কি ময়মনসিংহে থাকো?

আমি: না স্যার, আমি এখন সিলেটে থাকি।

চেয়ারম্যার স্যার: সিলেটে কেনো?

আমি: সিলেটে চাকরি করি।

চেয়ারম্যার স্যার: কিসে আছ?

আমি: ** ব্যাংক লিমিটেড।

চেয়ারম্যার স্যার: কোন পদ?

আমি: অফিসার।

চেয়ারম্যার স্যার: চাকরীর বয়স কত?

আমি: স্যার, ১ বছর ৪ মাস।

চেয়ারম্যার স্যার: অনেক দিন হয়েছে! তা তোমার কাজের ক্ষেত্র কোনটি?

আমি: স্যার, আমি মূলত ক্যাশ বিভাগের দায়িত্বে আছি।

চেয়ারম্যার স্যার: আচ্ছা। এটা কি তোমার প্রথম বিসিএস?

আমি: না স্যার। ৩৮ তম ছিলো প্রথম বিসিএস।

চেয়ারম্যার স্যার: ৩৮ তমতে প্রথম পছন্দ কি ছিলো?

আমি: বিসিএস পুলিশ!

চেয়ারম্যার স্যার: তা, এই দুই বছরে এমন কি হলো যে চয়েজ বদলে গেলো? পুলিশে না গিয়ে ফরেনে আসতে চাও কেনো? ইংরেজিতে বলো! (এমন প্রশ্ন আশাই করিনি, ৩৮ এর চয়েস নিয়ে যে ধরবে ভাবনাতেও ছিলোনা! এটা নিয়ে অনেক প্যাচালেন।)

আমি: Sir, i think policing is much more busy job. Actually i want to spend my free with my family. (আসলে উত্তর মাথায় আসছিলোনা।)

চেয়ারম্যার স্যার: Do you know the facilities of foreign cadre? 

আমি: Yes sir! Here is a great opportunity to represent my country abroad...

চেয়ারম্যার স্যার: So... represent your country...

আমি: Sir,  Bangladesh is a country of south asia. It is the country of the undisputed leader Sheikh Mujibur Rahman. Recently, we have achieved the final recommendation to be a developing country. 

চেয়ারম্যার স্যার: This information is completely wrong!

আমি: Sorry sir! My mistake. (চূড়ান্ত সুপারিশ তো পেয়েছে জানতাম!)

চেয়ারম্যার স্যার: ok. Carry on.

আমি: Thank you sir. Last few years Bangladesh has gain a significant achievement in it's infrastructure and power sector. Govt. initiates 100 economic zone all over the country. Here special facilities will be given to the foreign investors. We have cheap labour and direct sea access. There is no political instability right now! So i think investing in my country is safe and profitable.

 চেয়ারম্যার স্যার: That's good points! Your mentioning terms like economic zone, direct sea access are technical term. These are not easily understandale to the foreign mass people. If you want to represent your country to a ordinary foreigner then how could you represent your country?

আমি: (তিনি নাম্বার কাউন্ট করছিলেন।  আমি ৪/৫ বলেছিলাম। একটা রিপিট হয়ে যায়। উনি ধরিয়ে দেন। আমি স্যরি বলি। শেষে বললেন এখানের মানুষ বেশ অতিথি পরায়ন। এটা বলতে পারতে! আমি আবারও স্যরি!)

চেয়ারম্যার স্যার: Tell me what is economic diplomacy?

আমি: Sir, after the collapse of Soviet union...

চেয়ারম্যার স্যার: I think your concept is clear! তুমি চাইলে বাংলায় আরও ভালো ব্যাখ্যা করতে পারবে! বাংলাতে বলতে পারো।

আমি: ধন্যবাদ স্যার। (ব্যাখ্যা করলাম। সন্তুষ্ট মনে হলো) 

চেয়ারম্যান স্যার: বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করতে পারবে?

আমি যথা সম্ভব ভারতকে ভিলেন না বানিয়ে বলতে লাগলাম। কিন্তু স্যার প্যাচাচ্ছিলেন! পরে চুপ কর থেকে স্যরি বললাম। 

চেয়ারম্যার স্যার: What is sub regional organization?

আমি: স্যার, সাব রিজিওনাল অর্গানাইজেশন সম্পর্কে জানা নেই। রিজিওনাল অর্গানাইজেশন সম্পর্কে জানা আছে।

চেয়ারম্যার স্যার: আচ্ছা। একটা রিজিওনাল অর্গানাইজেশনের নাম বলো।

আমি: (ফট করে সার্ক বলে ফেললাম! মনে মনে জিভও কাটলাম!!)

চেয়ারম্যার স্যার: সার্কের সদস্য কত? সর্বশেষ সদস্য কোনটি?

বললাম!

চেয়ারম্যার স্যার: সার্কের মত আরেকটা রিজিওনাল অর্গানাইজেশনের নাম বলতে পারবে?

আমি: জি স্যার। বিমস্টেক! (এইবার ঠিক আছে!)

চেয়ারম্যার স্যার: Good! এর সদস্যদের মধ্যে এমন কোনো দেশ আছে যাদের সার্বভৌমত্য নাই?

আমি: স্যার, সবগুলো সদস্য দেশের নাম এই মূহুর্তে মনে পরছেনা! (আমাকে কনফিউজ করছিলেন!)

চেয়ারম্যার স্যার: আচ্ছা, ঠিক আছে। ১ম এক্সটার্নাল স্যারকে প্রশ্ন করতে বললেন।

১ম এক্সটার্নাল স্যার: আচ্ছা, আপনি তো ** বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে অনার্স এবং মাস্টার্স করেছেন। একটা শব্দ আছে গুড গভরনেন্স, সুশাসন! অনেকে তো বলে দেশে সুশাসন নাই! সুশাসন কি তা বলতে হবেনা, আপনি তার কিছু ইন্ডিকেটর আছে। কয়েকটি বলুন যাতে বুঝা যায় দেশে সুশাসন আছে।

আমি: Accountability,  transparency.... ৫/৬ টা বললাম। চেয়ারম্যান স্যার বলে উঠলেন ইত্যাদি বললে হবেনা ডেমোক্রেসি মিসিং আছে! ধরা খেয়ে গেলাম! স্যরি বললাম।

১ম এক্সটার্নাল স্যার: সংবিধানে একটা পদের কথা আছে অমবুডস ম্যান। এটি কত নাম্বার অনুচ্ছেদে আছে?

আমি: স্যার, ৭৭ নাম্বার অনুচ্ছেদে।

১ম এক্সটার্নাল স্যার: আচ্ছা। এটি কি আমাদের দেশে আছে?

আমি: আমার জানা মতে নেই স্যার। 

১ম এক্সটার্নাল স্যার: নেই। এখন এমন একটা দেশের নাম বলতে পারবেন যে দেশে আছে?

আমি: সুইডেনে আছে স্যার।

(চেয়ারম্যান স্যারের দিকে তাকালেন। স্যার সম্মতি দিলেন!)

১ম এক্সটার্নাল স্যার: প্রধান মন্ত্রীর ১০ টি...

চেয়ারম্যান স্যার: প্রধান মন্ত্রীর বিশেষ উদ্যোগ কয়টি?

আমি: ১০ টি স্যার। 

চেয়ারম্যান স্যার: দেখি তো কয়টা বলতে পারো!

আমি ৭ টি বললাম। স্যার বললেন আর লাগবেনা। অনেকগুলো বলেছ। আচ্ছা আশ্রয়ন প্রকল্পের একটা দৃশ্যমান উদাহরণ দিতে পারবে?

আমি: স্যার, সাম্প্রতিক মাননীয় প্রধান মন্ত্রী ৬৮ হাজার পরিবারকে বাড়ি করে দিয়েছেন!

চেয়ারম্যান স্যার: ভেরি গুড! এছাড়া আর...

আমি: উপকূলীয় জেলায় সাইক্লোন শেল্টার।

চেয়ারম্যার স্যার: আচ্ছা। রোহিঙ্গাদের জন্য ভাসান চরে যে...  এটা বলতে পারতে। এটা কিন্তু ইন্টারনেশনালি বড় উদাহরণ। 

আমি আবারও স্যরি!

চেয়ারম্যান স্যার: আচ্ছা, পররাষ্ট্র মন্ত্রনালয়টা কোথায় বলতে পারবে?

আমি: (সেগুনবাগিচা বলতে গিয়েও কনফিউশনে ভুগছিলাম!) স্যার জায়গাটির নাম মনে পরছেনা তবে এটি হাইকোর্টের অপজিটে!

২য় এক্সটার্নাল: এটা তো হাইকোর্ট না! 

আমি আবারও স্যরি!

চেয়ারম্যান স্যার: সমস্যা নাই। লোকেশানটা বলতে পেরেছ। ২য় এক্সটার্নালকে প্রশ্ন করতে বললেন। উনি বললেন উনি শুনেছেন। যা জানার হয়ে গেছে! প্রশ্ন করবেন না।

চেয়ারম্যান স্যার: আচ্ছা এটা ওর শেষ টেস্ট! দেখি কি করে। আচ্ছা, ১৯৭১ সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। তুমি এগুলোকে কিভাবে দেখো?

আমি: স্যার, আমি মনে করি উনার সিদ্ধান্তগুলো যথার্থ ছিলো। যে পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন ছিলো। তিনি ঠিক তাই নিয়েছিলেন।

চেয়ারম্যান স্যার: অনেকে তো বলে মুজিব চালাকি করেছিলো। এদেশের কেউ যদি শেখ মুজিবকে চালাক বলে। মানে বলে সে উনি চালাকি করেছেন সেক্ষেত্রে এই চালাক শব্দটিকে তুমি কিভাবে দেখবে?

আমি: স্যার, আমি এটিকে নেগেটিভলি নেবো। আমার মনে হয় উনাকে চালাক বলাটা যথার্থ নয়।

চেয়ারম্যান স্যার: তাহলে উনার সিদ্ধান্তগুলো যদি চালাকি সিদ্ধান্ত না বলো তবে কি সিদ্ধান্ত বলবে?

আমি: সিদ্ধান্তগুলোকে আমি প্রাজ্ঞ সিদ্ধান্ত বলবো।

চেয়ারম্যান স্যার: এই প্রাজ্ঞ শব্দের ইংরেজি করো! 

(কোনো ভাবেই মাথায় আসছিলোনা। নিজের উপর খুব রাগ হচ্ছিলো!)

চেয়ারম্যান স্যার: আরে, Wise! তাহলে উনার সিদ্ধান্তগুলো Wise ছিলো?

আমি: জি স্যার! 

চেয়ারম্যান স্যার: ঠিক আছে। তুমি আসতে পারো। তোমার কাগজপত্রগুলো নিয়ে যাও।

আমি: ধন্যবাদ স্যার। আমার জন্য দোয়া করবেন।

চেয়ারম্যান স্যার: হ্যাঁ।

সালাম দিয়ে চলে এলাম।

সবার দোয়া চাই।

Post a Comment

أحدث أقدم