Advertisment

আপনি চাকরির পরীক্ষা ঠিকঠাক দিলেও ভাইভাতে বাদ পড়ে যাচ্ছেন যার কারণে আপনার স্বপ্নটি ওখানে ভেঙে  যাচ্ছে ।  কিন্তু এটা হবার মূল কারণ কি কখনো ভেবে দেখেছেন,  আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়ে পড়াশোনা করে নষ্ট করে ফেলেছি,  তাই পড়াশোনার বাইরের জগত থাকে আমরা কখনো উপলব্ধি করার চেষ্টা করি নি যার জন্য আজ এ ধরনের সমস্যা অনেকের জন্যই খুবই সাধারণ একটা ব্যাপার ।  আপনি যদি বুঝতে পারেন ভাইভাতে কেন আপনাকে বাদ দেওয়া হচ্ছে বারবার তাহলে এই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন । 

 একটু মনোযোগ দিয়ে পড়ুন উত্তর পেয়ে যাবেন ।  ভাইভাতে  প্রধানত কি দেখা হয় সেটা কি আপনি জানেন ?  বা কখনো জানার চেষ্টা করেছেন ?

 অনেকেই আছে যারা চাকরির ভাইভাতে গিয়ে ঠিকমত কথাই বলতে পারে না,  ভাইভাতে মূলত দেখা হয় আপনার কথা বলার ধরন বা আপনার কনফিডেন্স লেভেল কতটুকু স্ট্রং ।  যারা বেড়াতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারবে তাদের চাকরি হবেই ।  মানুষ মাত্রই ভুল আপনি যেসব প্রশ্নের উত্তর সমানভাবে জানবেন এটা ঠিক নয়,  আর এই ব্যাপারটা তারাও জানে  তাই প্রশ্নের উত্তর ভুল সঠিক সেটা পরের কথা প্রথমত আপনাকে কনফিডেন্স এর সাথে কথোপকথন করতে হবে । 

এগুলো ছাড়াও চলমান ঘটনা বা চলমান বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে হবে,  যারা ভাইভা বোর্ডে থাকে এরা মূলত আপনার সাধারন জ্ঞান কতটুকু সেটা যাচাই করে আপনি কতটুকু আপগ্রেড সেটা যাচাই করে আপনি কতটুকু তাল মিলিয়ে চলতে পারেন সেটা যাচাই করে ।  তাই যে কোন চাকরির ভাইভা তে বসার পুর্বে নিজেকে একটু আপডেট করে নিন এবং অন্যের সাথে কিভাবে কথা বলতে হয় এ ব্যাপারটা একটু প্র্যাকটিস করে নিতে পারেন । 

 অধিকাংশ চাকরি  প্রত্যাশীরা প্রিলিমিনারি  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় কিন্তু দেখা যায় শেষে গিয়ে চাকরির ভাইভার কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ।  একটু ভেবে দেখুন এত কষ্ট করে লিখিত বা প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই হলেন কিন্তু ভাইভাতে গিয়ে আপনি আপনার দক্ষতা কে প্রমাণ করতে পারলেন না তাহলে কি হলো আপনার পুরো কষ্ট টাই মাটি হয়ে গেল ।

 চলুন দেখে নেই কোন পাঁচটি কারণে আপনার হওয়া চাকরিও হাতছাড়া হয়ে যাচ্ছে ?

 প্রথমতঃ যারা প্রিলিমিনারি পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছেন -

 এরা তো প্রথমেই বাদ হয়ে যাবে,  প্রিলিমিনারিতে টিকে থাকতে যে কোন চাকরির প্রশ্নপত্র গুলো একটু স্টাডি করুন এবং আপনি কোন কোন বিষয়ে দুর্বল সেটি লক্ষ করুন সে অনুসারে প্রস্তুতি নিন আশা করি কাজ হয়ে যাবে ।

 দ্বিতীয়তঃ পিলিমিনারি কিন্তু লিখিত পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছেন -

এদের জন্য একি সাজেশন বেশি বেশি বিগত সালের প্রশ্ন গুলো দেখুন এবং সেগুলো করার চেষ্টা করুন এগুলো করতে গিয়ে আপনার যে বিষয়গুলো কঠিন মনে হচ্ছে সেগুলো বেশি ভালো করে করুন কাজ হয়ে যাবে আশা করি ।

 তৃতীয়তঃ   যারা প্রিলিমিনারি পরীক্ষায়  টিকছেন কিন্তু ভাইভাতে বাদ পড়ে যাচ্ছেন - 

   প্রথমে যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলা হলো এগুলো মেনে চলুন আশা করি ভাইভাতে টিকে যাবেন ।

 চতুর্থ এবং পঞ্চম কারণঃ  অনেকেই আছেন যারা চাকরি পেয়েছেন কিন্তু আরও ভালো কিছু করার আশায় সেটা ছেড়ে দিয়েছেন তারা ভুল করেছেন ।  কারণ কোন ধরনের সুযোগ আসলে সেটা সহজে হাতছাড়া করা উচিৎ না হোক সেটা ভালো বা খারাপ ।  একটা পর্যায়ে গিয়ে আপনি খারাপটাকেও কাছে পাবেন না ।  তাই প্রথমে যে সুযোগটি আসবে সেটি লুফে নিন পরে কি হবে সেটা পরে দেখা যাবে ।  আর সেই সাথে বলবো নিজেকে একটু গুছিয়ে নিন যা কিছু করবেন একটু প্লান করে করবেন ।  সফলতা পাবেন অবশ্যই হতে পারে একটু দেরি হবে কিন্তু দিনশেষে আপনি অবশ্যই সফল হবেনই । 

 সবথেকে বড় ব্যাপার আপনাকে ধৈর্য ধরতে হবে কখনো ধৈর্য হারা হবেন না এবং অন্যের কথা শুনে হতাশ হবেন না ।  কে কি করছে সেটা দেখার দরকার নেই,  কেউ যদি  বলে আমি অনেক ভালো কিছু করছি তবে  ঠিক আছে সে করুক,  এতে আপনার কি আজ তার ভালো হবে এটাই বাস্তবতা । 


Post a Comment

أحدث أقدم