Advertisment

Source: IFIC Bank TSO Exam - 2021
সবগুলো প্রসেসের মধ্যে লিখিত পরীক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা । এখানে যে যত মার্ক্স তুলতে পারবে তার ফাইনালি সিলেক্ট হওয়ার চান্স ততই বেড়ে যাবে।
পরীক্ষার সময় দেড় ঘন্টা।ওরা যে প্রশ্ন দিবে সেখানেই উত্তর লিখে জমা দিয়ে দিতে হবে। নিজ জেলা তেই নিজ ঠিকানার আসেপাশের ব্রাঞ্চে দেয়ার চেষ্টা করে।এখন প্রশ্নের আসলে সুনির্দিষ্ট প্যাটার্ন নেই। এর আগের সার্কুলারে এক রকম ছিল,এবার পুরাই অন্য রকম ছিল। আমি নিজের পুরানো প্যাটার্ন ফলো করে গিয়ে পুরাই ধরা।কিচ্ছু আসেনাই কিচ্ছুনা।পুরাই থ হয়ে গেছিলাম। তো আমি যেহেতু এবার পরীক্ষা দিয়েছিলাম ,আশা রাখতে পারি এই সার্কুলারে প্যাটার্ন এমন ই থাকবে।


১. ইংরেজী রচনা= ১৫ নম্বর। এখানে খুব কঠিন কোন টপিক দেয়না।সাধারণ যে কোন টপিক দিবে।যেমন আমাদের সময় এসেছিল TSO এই কাজ গুলোর সাথে কিভাবে একমপ্লিশ করব।তার পরের বার এসেছিল করোনা ইস্যু নিয়ে। এমন ই নরমাল টপিক দিবে।আপ্নি কতটুকু গুছিয়ে লিখতে পারেন ,গ্রামাটিকাল মিস্টেক না করে সেটাই দেখবে এখানে।
২. বাংলা রচনা=১০ নম্বর। এখানেই সেইম ।সাধারণ বিষয়।যেমন ইতিহাস সৃষ্টিকারী ৫টি ঘটনা ,প্রিয় খেলা তার সুবিধা-অসুবিধা এই টাইপ এসেছিল।বাংলায় আর কি বলব। ফ্রী হ্যান্ড রাইটিং।ধুমায়া লেখবেন।
৩. অংক=২০ নাম্বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।এই অংশে যে ২০/২০ সিকিউরড করতে পারে তার আশা করি অন্যান্য অংশ নিয়ে মাথা না ঘামালেও চলবে। শতকরা,অনুপাত,লাভ-ক্ষতি, পার্টনারশিপ,সেট, মুনাফা-আসল ঘুরেফিরে এই টপিকগুলা থেকে আসে। প্রথমেই এই টপিকগুলা ধরে ধরে সকল সূত্র মুখস্ত করে ফেল্বেন।তারপর বিগত বিভিন্ন সরকারী-বেসরকারী পরীক্ষার লিখিত প্রশ্ন গুলা প্রাক্টিস করবেন। আমার কাছে যদি কমন পাওার টিপস চান ,আমি বলব ২০১৬/১৭/১৮ শুধু সরকারী ব্যাংকের লিখিত পরীক্ষার ম্যাথ প্রাক্টিস করেন বুঝে বুঝে।আশা করি কমন পেলেও পেতে পারেন। দয়া করে মুঘস্ত করবেন না।এতে হীতে বিপরীত হবে। অংক অবশ্যই বুঝে বুঝে করবেন।
৪. বঙ্গানুবাদ =৫+৫=১০ নাম্বার। বাংলা থেকে ইংরেজী। আবার ইংরেজী থেকে বাংলা।এটা নিয়ে কোন মাথা ব্যাথা দেখানো লাগবেনা।প্রশ্ন মডারেট করে।আপ্নি মোটামুটি ইংরেজী পারলেই পারবেন।
৫. শব্দার্থ = ৫+৫=১০ নাম্বার। ১০টা বাংলা টু ইংরেজী আর ১০টা ইংরেজী টু বাংলা।মডারেট হবে।একদম সহজ ও না আবার কঠিন ও না।
৬. বাক্য গঠন = ১০ নাম্বার। ১০টা শব্দ থেকে বাক্য গঠন করা লাগবে।

৭. ভুল সংশোধন =১০ নাম্বার। গ্রামাটিকাল/টেন্সগত ভুল থাকবে।সেগুলা কারেক্ট করে লিখতে হবে। টেন্সের স্ট্রাকচার পারলেই সব পারবেন।
৮. মানসিক দক্ষতা= ১০ নাম্বার। মাত্র ৫টা টিক চিনহে ১০ নাম্বার।নাম্বার তুলার বিশাল সুযোগ। বিগত বিভিন্ন ব্যাংক পরীক্ষার প্রশ্ন সল্ভ করলে, কম পাওয়ার চান্স আছে।
৯. চিঠি=৫ নাম্বার। হতে পারে ব্যাক্তিগত চিঠি বা এলাকা সমস্যা নিয়ে চেয়ারম্যান বরাবর। ফরমেট দেখে দিবেন। কোনটা কিভাবে লিখতে হয়।ফরমেট ঠিক ঠাক্লেই ভাল মার্ক্স পাবেন।
এই হচ্ছে টোটাল ১০০ নাম্বারের পরীক্ষা। দেখতে কম মনে হলেও দেড় ঘ্নটায় শেষ করা অনে ক্ঠিন হয়ে যায়।তাই প্রথম থেকেই তাড়াতাড়ি করে লিখবেন।যেভাবেই হোক ফুল আন্সার করবেন।অংকে বেশি গুরুত্ব দিবেন। এটতে যত এগিয়ে থাকবেন তত বেশি সিলেক্ট হওার চান্স বাড়বে।
 



Shared By Candidate:
Source: IFIC Bank TSO Exam - 2021
Written Exam - 20/03/21
বাংলা ২০ নাম্বার
১. পুনরায় করোনা সংক্রমণের কারন ও করণীয়। ১০ মার্ক
২. বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন। ৫ মার্ক
৩. বাংলা থেকে ইংরেজি শব্দার্থ। ৫ মার্ক
English 45 Marks
1. Focus writing about TSO. 15 marks
2. English to Bangla translation. 5 marks
3. English to Bangla word meaning. 5 marks
4. Tense MCQ. 10 marks
5. Sentence making. 10 marks
Maths 20 marks.
1. একটি বই ৩৬ টাকায় সেল করলে লস হয়। ৭২ টাকায় সেল করলে লাভ হয়। কস্ট প্রাইস কত?
2. একটি ক্লাবে ২১০ জন মেম্বার আছে। ১৩০ জন ব্যাডমিন্টন ও ১১০ জন ক্রিকেট খেলে। যদি ১০% কোনো খেলায় অংশগ্রহণ না করে তাহলে মিনিমাম কতজন উভয় খেলায় অংশগ্রহণ করে?
5 Analytical questions, 10 marks.
Letter writing, 5 marks.
"Write a letter to your younger brother to focus more on study and less on social media".
  Next

Post a Comment

أحدث أقدم