Advertisment

IFIC Bank TSO Computer Test Real Experience By Candidates

Candidate - 01

সকল প্রসংশা মহান আল্লাহ জন্য, যিনি উত্তম পরিকল্পক।

১৭/০১/২০২১ কম্পিউটার টেস্ট 

প্রশ্ন দেওয়ার পরে Ms word এর একটা ডেমো ছিল, এরপর নিচে 1,2,3,4 করে ৪ টা প্রশ্ন ছিল প্রতিটির সামনে মার্ক লেখা ছিল ৪,৬,৫,৫ এমন টাইপের, আমার নির্দিষ্ট টা মনে নেই । 

১. Word content থেকে ফাইল কপি করে নতুন ফাইলে পেস্ট করুন।

২ পেইজ সেট আপ, সাইজ, ল্যান্ড স্কেপ, পেইজ মার্জিন, ( এগুলো ছিল কিন্তু ফন্ট, ফন্ট সাইজ কিছু ই দেওয়া ছিল না খুব সম্ভবত, কারণ আমার চোখে পরে নাই ।) 

৩. বানান শুদ্ধিকরন এবং কিছু কিছু শব্দ বোল্ড করার জন্য ইনস্ট্রাক্সন ছিল। 

৪. হেডিং টা মিডল এলাইমেন্ট, স্কাইব্লু কালার করা, বোল্ড, আন্ডারলাইন,  আপার সাইজ( সবগুলো ক্যাপিটাল লেটার করা)  এই টাইপের ইন্সট্রাক্সন ছিল। 

 এগুলো সব ই করেছি, কিন্তু ফন্ট, ফন্ট চেইঞ্জ, স্পেস সেটিং এগুলো কোথাও লেখা ছিল কিনা বলতে পারছি না, আমি করার সময় ও পাই নাই কারণ পিসি বন্ধ হয়েছিল এবং সে কারণে প্রায় ৩/৪ মিনিট সময় নষ্ট হয় যে কারণে কোন এক্সট্রা সময় ও দেয় নাই।

 খুব ই টেনসন এ আছি,Ms word এ ইন্সট্রাক্সন ছাড়াও প্রশ্ন এ দেওয়া ডেমোর মতো সেইম টু সেইম  কাজগুলো  না করতে পারার জন্য। 

Ms excel এ একটা রেজাল্ট শিট ছিল, sum, bar cart, কিছু ওয়ার্ড বোল্ড করা ছিল। 

Ms Power Point এ ৩ টা স্লাইড প্রথমে হেডলাইন ৬৬". নিজের নাম। দ্বিতীয় তে একটা টেবিল, তৃতীয় তে পাই চার্ট ছিল। প্রতিটি স্লাইড এই হেডিং দেওয়ার ইন্সট্রাক্সন ছিল।

আমি ২৫ মিনিট সময় পেয়েছিলাম।প্যানিক হওয়া যাবে না, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে হবে। আমার পরীক্ষা শুরু হবার কথা ছিল ২ টায় কিন্তু শুরু হয়েছিল পৌনে ৩ টায়।

সকল প্রসংশা মহান আল্লাহ জন্য। রুজি রিজিক সব কিছুর মালিক তিনি। তিনি ই উত্তম পরিকল্পক। আল্লাহ ভরসা।

সকলের দোয়া প্রার্থী।


Candidate - 02

কম্পিউটার টেস্টের জন্যে যারা সিলেক্ট হয়েছেন তাদেরকে অভিনন্দন। শেয়ার করা SS গুলো দেখলেই প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তবে গত কয়েকটা পরীক্ষাতে PPT পার্ট থেকে কোনো প্রশ্ন হয়নি। 

আর হ্যা দুটো বিষয় মাথায় রাখবেনঃ

১ঃ টাইম ম্যানেজমেন্ট

২ঃ অধিকাংশ ব্যাচেরই পরীক্ষা হয়েছে Windows 7 এ তাই ভালো হয় যদি 7 এ প্র্যাক্টিস করেন৷


Candidate - 03

কম্পিউটার টেস্ট নিয়ে বিস্তারিতঃ

কি কি আসে তা নিয়ে পরে বলছি কারণ প্রশ্ন অনেক সহজ হয় যা সবাই পারবেন। 

যে বিষয়গুলো মনে রাখা গুরুত্বপূর্ণঃ

১ঃ প্রতিটা কাজের মাঝে মাঝে একটু পরপরই Save করবেন৷ কারণ হুটহাট কম্পিউটার অফ হয়ে যাবে। Save না করলে আবার নতুন করে কাজ শুরু করতে হবে।

 ২ঃ চেষ্টা করবেন Windows 7 এ প্র্যাক্টিস করার জন্যে কারণ অধিকাংশ ব্যাচেরই পরীক্ষা হয়েছে Windows 7 এ। 

৩ঃ সময় কম বা বেশি বলা যাবেনা। পর্যাপ্ত সময় থাকবে তবে   তার সদ্ব্যবহার করতে হবে। 

এবার আসি টপিকসগুলো নিয়েঃ

১ঃ #ওয়ার্ডঃ Margin set up, font setiing, Bold,Gutter, page setup,Table,Header, Footer, Page number, Uppercase Lowercase, Bulleting Etc.

২ঃ #Excel: কিছু ডাটা দেয়া থাকবে (যেমন পরীক্ষার নাম্বার)  তা একটা টেবিল ক্রিয়েট করে সেখানে তুলতে হবে। সোএ ডাটাগুলোর Avg,Total,Ranking করতে বলতে পারে এবং সবশেষে তা দিয়ে একটা চার্ট তৈরি করতে বলবে। 

৩ঃ #ppt: গত কয়েকটা ব্যাচের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়নি। তবে তারমানে এই না যে পরবর্তী কোনো পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হবেনা। যা থাকতে পারেঃ Slide এ table,Chart,transition, animation,chart,graph etc.

সবার জন্যে শুভকামনা।


Candidate - 04

কম্পিউটার টেস্টঃ মানে "control+save" বা একটু পর পর কাজ সেভ করা 😛 

#Computer_test: (50 marks, 30 minutes) 

**MS Word: Copy-paste a passage from text document to Word (  save in desktop ), spelling and grammatical mistakes correction, custom spacing, margin, page size set-up, alignment set-up, font set-up , UPPER CASE , lower case , header, footer, page number, bold, italic, underline, 

**MS Excel: Make table, sum, average, column chart ,  ( for safe journey learn some simple formula like sum, average, ranking, max value , min value ) 

**MS PowerPoint: Title slide, font set-up, create table, pie chart

#কোনো কাজ করেই সেভ করবেন , কারণ যেকোনো সময় কম্পিউটার রিস্টার্ট নিবে । তবে যা বুঝলাম ১৫ থেকে ২০ মিনিটের রেঞ্জে বেশি রিস্টার্ট নেয় , তবে আগে পরেও হতে পারে । 

অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে আসে, তবে লাস্ট টাইম শুধু অফিস+এক্সেল দিছে । প্রাকটিস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টাই কইরেন । 

মার্চের ২ তারিখের কম্পিউটার টেস্টের প্রশ্নের প্যাটার্নঃ 

ওয়ার্ডঃ

১। একটা প্যাসেজ কপি পেস্ট

২। কিছু ভুল ছিল প্যাসেজে, সেগুলা কারেকশন করতে হইছে

৩। পেইজ মার্জিন, Gutter কাস্টমাইজেশন

৪। ফন্ট , ফন্ট সাইজ কাস্টমাইজেশন , কিছু ওয়ার্ড Bold করা , Underline করা , প্যাসেজের টাইটেল সব UPPERCASE করা

৫। লাইন স্পেসিং, Header এ নিজের নাম, Footer এ পেইজ নাম্বার

৬। প্যাসেজের লাস্ট ৭ লাইন বুলেট স্টাইল

৭। একটা টেবিল করতে হইছে, প্রশ্নে যেমন দেয়া ছিল

এক্সেলঃ

১। মার্ক শিট দেয়া ছিল , সেগুলার টোটাল বের করতে বলছে

২। টোটাল বের করতে হবে SUM ফর্মুলা দিয়ে

৩। স্টুডেন্ট নেম, আইডি নাম্বার আর টোটাল মার্ক্স দিয়ে কলাম চার্ট ( Column Chart ) করতে বলছে ,প্রশ্নে যেমন দেয়া ছিল তেমন করে ।



Post a Comment

أحدث أقدم