Advertisment

IFIC Bank TSO initial viva Experience

Shared By Candidate:
April - 2021
আমার মত যারা যারা আজকে TSO পদের ফাইনাল ভাইভার জন্য ডাক পেলেন সবাইকে অভিনন্দন এবং যারা পাননি আসা করি পরের বার আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ।
অভিজ্ঞ ভাইয়া/আপুদের কাছে কিছু জানার ছিলঃ
১) TSO পদের ফাইনাল ভাইভা কবে হতে পারে? 
২) অনলাইনে নেয়ার কোনো সম্ভাবনা আছে নাকি একেবারে সামনা সামনিই নেবে?
৩) ফাইনাল ভাইভার জন্য কিভাবে প্রস্তুতি নেবো? 
৪) ফাইনাল ভাইভায় কি কি প্রশ্ন জিজ্ঞাসা করে? 

Shared By Candidate:
April - 2021
১তারিখ আমার ইনিশিয়াল ভাইভা ছিলো।
জীবনের প্রথম ভাইভা এটা। 
 ২.৩০ মিনিট অপেক্ষার পর হঠাৎ স্ক্রিনের স্যারকে দেখে অপ্রস্তুত এবং নার্ভাস হয়ে গেছিলাম।।
আর আমি তাকানো মাত্রই ভাইভা শুরু।। 
তেমন কিছু জিজ্ঞেস করেন নি।।
আমি কি মিস...  কিনা??  আমার সম্পর্কে বলতে বললেন। আর গণিত বিভাগের ছাত্রী হওয়া সত্বেও আমাকে কেনো আইএফআইসিতে চাকরি দিবে এর কারণ বলতে বললেন। ২টা প্রশ্নই ইংরেজিতে ছিলো। সুন্দর সাবলীলভাবে বলতে পারি নি তেমন। আমতা আমতা করে বলেছিলাম কিছুটা।। আর আমি যে মাস্টার্স ফাইনাল দিয়েছি কিন্তু রেজাল্ট বাকি এটা বলতে পারিনি নার্ভাসনেসের জন্যে। যেন তখন এই শেষ লাইনটার জন্য কোন সঠিক ইংরেজি বাক্য খুঁজে পাচ্ছিলাম না।।  সিভিতেও নেই। অথচ, ভাইভা শেষে ঠিকই মাথায় আসলো কথাটা। যার জন্যে নিজের উপর রাগ লাগছিল এমনকি এখন আফসোস হচ্ছে। কারণ গ্রুপে এসে বুঝলাম আপনারা যারা ভাইভা দিয়েছেন সকলেই  অনেক যোগ্য ব্যক্তি আমার তুলনায়৷ 
উনাদের দেখে বুঝতে পারি নি কিছুই। তবে বিরক্ত মনে হয়নি। 
 এখন আমার রিটেনের ডাক পাওয়ার আদৌ কি কোন সম্ভাবনা আছে? দয়া করে একটু বলবেন।।

Shared By Candidate:
March - 2021
বোর্ড-10
সাক্ষাৎকার অধিবেশনে, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল.......
দয়া করে নিজেকে পরিচয় করিয়ে দিন
আপনার পরিবারের সদস্যদের কি খবর?
তোমার বাবা কি করে?
যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড সিএসই, আপনি কেন ব্যাংকিং কাজ পছন্দ করেন?
দয়া করে বলতে পারেন, ব্যাংক এর উদ্দেশ্য কি?
এগুলো পর্যন্ত আমি ঠিক ছিলাম । ...: D... কিন্তু শেষ qstn ছিল
6. কিভাবে একটি ব্যাংক তাদের মুনাফা করে? (সঠিক উত্তর দিতে পারিনি?

Shared By Candidate:
March - 2021
Borad -08 ( 15/4/21) time 12pm- 2 pm 
Amr serial 29 amk  6 ta qus ask korche,  ami 2 qus   vlo kore pari ni. sare 3 min viva holo!!  
Ami khub nervous chilam!! Ami unader bolchi eta amr life first viva 
2 jon examiner chilen akjon mea r akjon purus. Vaeatai sob qus korechilo. 
1. Serial no koto?
2.introduce yourself 
3 apni ki mba korchen, job hole kivhbe 2 ta continue korben 
4 commercial balance sheet dekhechen kokhno? Last e ki ber kora hoy? 
5 current assets e ki thake?
6 bank rate ki? 

Shared By Candidate:
March - 2021
প্রাথমিক ভাইভা অভিজ্ঞতা 29 তম মার্চ
1. নিজেকে পরিচয় করিয়ে দিন
2. আমার কাজের দায়িত্ব (যেহেতু আমি একটি কোম্পানিতে কাজ করি)
3. সাধারণ হিসাববিজ্ঞান বনাম এআইএস এর মধ্যে পার্থক্য?
4. এসিড অনুপাত কি?

Shared By Candidate:
প্রথম ইনিশিয়াল ভাইভা
তারিখ - ১২.০৪.২০২১
বোর্ড - ৫
সব প্রশ্ন বাংলাতেই করেছেন।
মাহমুদুল, কেমন আছেন?
-আলহামদুলিল্লাহ ম্যাম। ভালো আছি, আপনি কেমন আছেন?
-ভালো। আচ্ছা, আপনি মাস্টার্স করেছেন ২০১৮ তে। এই এতদিন কি কোথাও জব করেছেন?
-আসলে ম্যাম আমার মাস্টার্স শেষ হয়েছে ২০১৯ এ, আমাদের বিভাগে সেশনজট ছিলো। আর ম্যাম, এর মাঝে কোথাও জব করিনি।
-গভ জবের প্রিপারেশন নিচ্ছেন বা এপ্লাই করেছেন?
-ম্যাম, তেমন একটা না। আর প্যান্ডেমিক এর মাঝে এপ্লিকেশন + পরীক্ষা সবই স্থগিত হয় আর আমি আমার হোমটাউনে ছিলাম।
-গভ জব নাকি কর্পোরেট? যদি গভ জব হয় কোনটা প্রেফার করবেন?
-ম্যাম অবশ্যই গভ জব।
-আচ্ছা, আপনি তো কমিউনিকেশন নিয়ে পড়েছেন৷ তো আপনি কি মনে করেন? ব্যাংকিং সেক্টরে কমিউনিকেশন স্কিল লেভেল কেমন হওয়া উচিত আর কীভাবে?
-ম্যাম, কমিউনিকেশন স্কিল তো অবশ্যই টপ লেভেলের হওয়া উচিত কেননা আমি যদি আমার কাস্টমারের সাথে ঠিকমত কমিউনিকেট করতে না পারি তাহলে তাঁকে কনভিন্সও করতে পারবো না, আর কনভিন্স করতে না পারলে ম্যাম আমি আমার প্রোডাক্ট সেল করতে পারবো না আর প্রোডাক্ট সেল করতে না পারলে আমার প্রতিষ্ঠানেরও প্রফিট আসবে না। সো দ্যাটস হোয়াই আমি মনে করি ব্যাংকিং সেক্টরে কমিউনিকেশন স্কিল লেভেল টপ হওয়া উচিত।
-আচ্ছা, মাহমুদুল আপনার পরিবারে কে কে আছেন?
-ম্যাম, আমি-বাবা-মা আর ছোট ভাই। 
-আপনার বাবা কি করেন?
-ম্যাম, আগে চাকরি করতেন৷ এখন রিটায়ার্ড।
-মাহমুদুল আপনি কোথায় এখন? ফেনী নাকি ঢাকায়?
-ম্যাম, আমি চট্টগ্রামে।
-ঠিক আছে মাহমুদুল, ভালো থাকবেন।
-জ্বি ম্যাম, আসসালামু আলাইকুম।

Shared By Candidate:
March - 2021
ইনিশিয়াল ভাইভা অভিজ্ঞতা
বোর্ড-০৩
ভাইভা লিংক পাই ২ঃ৪০ এ।
৩ঃ২৫ এ আমাকে জনেন করেন।
১ জন স্যার এবং ১ জন ম্যাম ছিলেন।
ম্যাম কোন প্রশ্ন করেন নি...
স্যারঃ ডেস্ক্রাইব ইওরসেলভ।
আমিঃ ডেস্ক্রাইবড
স্যারঃ আপনি তো বিএসসি করেছেন। এমএসসি কি করছেন।
আমিঃ বললাম
স্যারঃ আপনি কি জব রেস্পন্সিবিলিটি টা জানেন?
আমিঃ বললাম
স্যারঃ থ্যাংক ইউ তাজুল ইসলাম
এর পর লাইন কেটে যায়। বাকিটা আল্লাহ ভরসা।

Shared By Candidate:
March - 2021
Initial vivah experience :
apner name ki?
babar nam ki?
family te ke ke ase? 
dhakar baire posting dile jaben?
engineering theke bank a keno?
connection problem silo.... 
amk shese dismissed kore dey...
amr ki written asha bad diye dbo?
 

Post a Comment

أحدث أقدم