Advertisment


#একটি চাকরি আপনার ক্যারিয়ার গড়ে দিতে পারে ।  কিন্তু আপনি গ্রাজুয়েশন সম্পুর্ন করেই সাথে সাথে চাকরি পেয়ে যাবেন এ ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না ।   কিন্তু আপনার চেষ্টা যেন থেমে না থাকে,  মনে রাখবেন একমাত্র আপনার চেষ্টাই আপনাকে ভালো চাকরির কাছে পৌছে দিবে ।  
তাই ভালো কিছু না পাওয়া পর্যন্ত আপনার চেষ্টা অব্যাহত রাখুন ।   ভালো চাকরি পেতে বেশি বেশি পড়তে হবে ।

→ নতুনদের জন্য ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুুতি কিভাবে শুরু হবে ?
সরকারী ব্যাংকঃ সরকারী ব্যাংকের পরীক্ষা ৯৫% ক্ষেত্রে ৩ টা ধাপে হয়।
 প্রথমে এমসিকিউ ১০০ নাম্বারের, এটাতে টিকলে ২০০ নাম্বারেরর লিখিত,, লিখিত তে টিকলে ভাইবা। এমসিকিউ পরীক্ষা দেবার এক মাসের মধ্যেই লিখিত পরীক্ষা হয় অনেক সময় ২ গুণ বা ৩ গুণও বেশি সময় লাগে।
[বিঃদ্রঃ মার্ক ডিসট্রিবিউসন আপগ্রেড হতে পারে বা বদলে যেতে পারে তাই প্রাথমিক ধারনা নিতে এটা দেখুন এবং নিয়মিত অনলাইন থেকে আপডেট সংগ্রহ করে নিন]

** প্রিলি/ এমসিকিউ প্রস্তুতি**
সরকারী সব ব্যাংকে এমসিকউ অংশের মান বন্টন:
বাংলা, ইংরেজী, অংক এই তিন অংশে মোট ৭৫নাম্বার। প্রতিটাতে ২৫ করে। এরপর সাধারণ জ্ঞান ( বাংলাদেশ + আন্তর্জাতিক) এ ১৫ এবং কম্পিউটার এ ১০। মোট ১০০ নাম্বার।

বাংলাঃ একবারে যারা নতুন তারা বাংলার জন্য প্রফেসরস পাবলিকেসন্স এর " ১.বিসিএস প্রিলিমিনারি বাংলা" বইটা কিনে পড়া শুরু করে দাও। (download)
অথবা যে কোন একটা প্রকাশনির বিসিএস প্রিলিমিনারি বাংলা বই পড়তে হবে।
সাধারণ জ্ঞানঃ যারা এখন নতুন মাত্র শুরু করছো কিন্ত ৩ মাসের মধ্যে কোন পরীক্ষা নাই তারা (১) MP3 বাংলাদেশ বিষয়াবলি (download)
এবং (২) MP3 আন্তর্জাতিক বিষয়াবলি(download)
 (৩) প্রতি মাসের " কারেন্ট অ্যাফোয়ার্স " পড়তে হবে ( download)
[ N:B: Download possible when available ]

কম্পিউটারঃ কম্পিউটার অংশে বেস্ট প্রস্তুতির জন্য
 (১) Easy কম্পিউটার ' নামের বইটা (download)
(২) indiabix কম্পিউটার(download)
[ N:B: Download possible when available ]
বাংলা, সা: জ্ঞান আর কম্পিউটার অংশে প্রায় ৫০ mark আসবে।

 ইংরেজীঃ ইংরেজিতে synonym/ antonym,, analogy,,one word substitution, pharse and idioms, correct spelling, fill in the blanks,, sentence correction,, আর কিছু grammatical question মাঝে মাঝে দেয়।
যে বই গুলা কিনতে হবে:
১। S@iufurs vocabulary,
২। s@ifurs analogy,
৩। Cliffs TOEFL
 ৪. ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউসন,
৫. ফ্রেইজ এন্ড ইডিয়মস, সহ
৬. objective general english " by aggarwal এই বইটি কিনতেই হবে। এটাতে সব আইটেম ই দেয়া আছে। শুধু এনালজি
অংশ টা ছাড়া। দাম নিবে ২২০/৩০ এর মত।

★★ ম্যাথ★★★
সবচেয়ে ভয়ন্কর বিষয়। যার প্রস্তুতির কোন শেষ নায়। এমসিকিউ পরীক্ষায় ম্যাথ করতে হয় সবার শেষে। আর সবগুলা অংক কমন পাবাও না আর সব
করতেও পারবানা সময়ের জন্য। ম্যাথ ছাড়া বাকি গুলাতে কিন্তু মোট ৭৫ নাম্বার।
যে বই গুলা কিনতে হবেঃ
১। Khairuls Basic math,,
২। Khairuls Bank Math,, এই দুইটা বই a to z পড়ার পর তোমাদের কাজ হবে সকল সরকারী বেসরকারী ব্যাংকের বিগত সালের ম্যাথ এর প্রশ্ন গুলা গাইড থেকে সমাধান করবা। আশা করি, কোথাও কোনো পরীক্ষায় ম্যাথ এ আটকাবা না।
***যে বই গুলা কিনতে হবে***
১) professors key to govt. bank job
2) professors key to private bank job

# চাকরি না করেও ক্যারিয়ার গড়া যেতে পারে । 
 দেখে নিন এজন্য কি করতে হবে ? 
চাক রি না করেও মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করা সম্ভব বা এর চেয়েও বেশি ।  আপনি যদি সারাদিনে মাত্র ৫ টি  ব্যাচ ছাত্র-ছাত্রী পড়াতে পারেন তবে মাস শেষে আপনার বেশ ভালো একটি আয় হতে পারে ।  তবে এই কম্পিটিশনের যুগে আপনার পড়ানোর ধরন একটু ভিন্ন হওয়া দরকার ।   ভালো ফলাফল পেলে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না ।

# বিকল্প কিছু ক্যারিয়ার :   
এছারাও বর্তমানে অনেকে ক্যারিয়ার হিসেবে outsourcing করছ ।  কিন্তু এখানেও কম্পিটিশন কম নেই ।   তাই এমন কোনো কাজ বেছে নিবেন যেখান থেকে আপণি ভালো return পাবেন ।  আমি বলবো এক্ষেত্রে আপনি Youtube কে বেছে নিতে পারেন ।   যা ভিশন কাজে দিবে ।
আপনি ইউনিক কাজ করতে পারলে খুব শিঘ্রয় হিরো হয়ে যাবেন ।  সেই সাথে আপনার মাসিক আয় হতে পারে ২০,০০০/- টাকা থেকে ৪০,০০০/- নিম্ন ।  এর চেয়েও বেশি হবে ।  যদি আপনার কাজ ইউনিক হয় ।
মনে রাখবেন সকল প্রাইভেট কোম্পানি গুলোর নীতি প্রায় একই ।  খানে ভালো কাজ না দেখাতে পারলে আপনি পিছিয়ে পরবেন  ।

youtube আয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো  মেনে চলবেন ঃ
★ নিয়মিত দুটি ভিডিও আপলোড করুন ।
★ নেট থেকে ডাউনলোড করে কিছু আপলোড করবেন না ।
★ আপনি যে ধরনের কাজ পারেন তার ওপর ভিত্তি করে কাজ করতে পারেন ।
★ ইউনিক কিছু  content নিয়ে কাজ করুন ।
★ মনে রাখবেন পৃথিবীর যেই প্রান্তেই যান অর্থ উপার্জন করতে আপনাকে শ্রম দিতেই হবে ।
★ তাই এখানেও শ্রম দিলে আপনি এর ফলাফল পাবেন এগুলো বিথা যাবে না ।
★ নিজে সৎ থেকে কাজ করবেন ।

আপনি একদম নতুন ব্যবহারকারি হলে  আমাদের গাইড ফলো করতে পারেন.
youtube earning guide step by step :

YouTube Channel:
সুন্দর একটা YouTube Channel Name তৈরী করুন
প্রথমে YouTube এ গিয়ে ফ্রি রেজিষ্ট্রেশন করুন। একাউন্ট তৈরী করার সময় যে নামটি কেউ মনে রাখতে পারবে এবং সহজ এ ধরনের নাম দিন ।

ভিডিও তৈরীঃ
 প্রথমটা হল- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা। আপনার যদি কোন ক্যামেরা না থাকে তাহলে আপনি আপনার smart phone ব্যবহার করতে পারেন।
কিন্তু আপনার ভিডিও অবশ্যই HD - 1080p হতে হবে।

ভিডিও ক্যাটাগরিঃ
অনেকের মাথায়ই হয়তো এরকম চিন্তা আগে এসেছে কিন্তু তখন তারা ঠিক বুঝে উঠতে পারেননি যে কি রকমের বা কোন ক্যাটাগরির ভিডিও নির্মান করে ইউটিউবে আপলোড করলে সেখান থেকে আয় করা সম্ভব হবে, এবং এরপরেই হয়তো তারা পিছিয়ে গিয়েছেন । তাই একটা বিষয় বলে দেই আপনি Channel তৈরী করলেন ফটোশপ টউটোরিয়ালের আর আপলোড করলেন বিভিন্ন কার্টুন, বিষয় টি ভালো দেখাবে না । নামের সামঞ্জস্য অনুযায়ী ভিডিও আপলোড করুন ।

আপনার ভিডিও YouTube এ আপলোড:
প্রথমতঃ কি ধরনের ভিডিও আপলোড করবেন তা নির্বাচন করুন ।
করনীয়ঃ আপনাকে অবশ্যই মজাদার ভিডিও তৈরী করতে হবে। আপনার ভিডিও ভিউয়ারদের জন্য আনন্দদায়ক এবং তারা যেই ধরণের ভিডিওর জন্য সার্চ করছেন সেই ধরণের ভিডিও বেশি করে বানান ।

SEO: আপনি যখন আপনার তৈরীকৃত ভিডিও আপলোড দিবেন, তখন অবশ্যই আপনার কী-ওয়ার্ডগুলো দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দিবেন। আপনার ভিডিও এর সাথে আপনার ওয়েবসাইটের URL টাও দিয়ে দিবেন।

Adsense : আপনার Channel এ ৪০০০ ঘন্টা wach time হবার পর আপনি এ্যাড পাবেন । Approved হলে আপনার Channel এ এ্যাড সো করবে ।

কিভাবে টাকা হাতে আসবেঃ
Google সরাসরি চেকের মাধ্যমে টাকা দিয়ে থাকে
তাই কোনো ঝামেলা ছারাই আপণি আপনার আয় কৃত টাকা পাবেন ।

আপনার মতামতঃ বিস্তারিত ভাবে জানতে ও আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ২৪ ঘন্টার মধ্যে সমাধান পেয়ে যাবেন ।

updating......


  



Post a Comment

Previous Post Next Post