Advertisment

Shared By Candidate:
Source: IFIC Bank TSO Exam - 2021
1.If a tank pours 12 cubic feet in an hour. Then how many hours need to fill a tank with 14 feet long, 10 feet wide and 9 feet depth? 
 
2. Some one bought a bat at 20% discount and after using IFIC amar card he got another 40% discount. If he paid 240 tk what was the orginal price of the bat. 


Shared By Candidate:
Source: IFIC Bank TSO Exam - 2021
যারা লিখিত পরীক্ষা দিবেনঃ
IFIC Bank রিটেন এক্সামের জন্য বেসিক নলেজই এনাফ । তবে দুইটা ফ্যাক্টর খুব ইম্পরট্যান্ট ।
১। ঠাণ্ডা মাথাঃ যাদের মাথা ঠাণ্ডা থাকে তারা সব সময় এক ধাপ এগিয়ে থাকে ।
২। টাইম ম্যানেজমেন্টঃ সময় কম লেখা বেশি, এমন ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট ছাড়া ভালো করা টাফ । আমার এক্সপেরিয়ান্স শেয়ার করি, আমি পুরো প্রশ্ন একবার চোখ বুলিয়ে নিছিলাম , তারপর যেগুলায় সময় কম লাগে যেমন শব্দার্থ, এনালিটিকাল , ইংরেজি গ্রামার এগুলা উত্তর দিয়েছি । এরপর ম্যাথ ধরলাম । অনুবাদ, লেটার , ইংরেজি ফোকাস রাইটিং, বাংলা ফোকাস রাইটিং । এই হল আমার রিটেন এক্সামের উত্তরের সিরিয়াল । অনেকে ম্যাথ দিয়ে শুরু করে , অনেকে ইংরেজি দিয়ে শুরু করে । আপনি আপনার কম্ফোর্টজোন থেকে শুরু করবেন ।
এবার আসি প্রশ্নের প্যাটার্ন নিয়ে,
১। গনিতঃ
একদম বেসিক , "ইজি ম্যাথ" এটা চিন্তা করবেন দেখবেন ইজি ম্যাথই আসবে , এবং ইজিলি পারবেন । ম্যাথের ২০ মার্ক খুব ইম্পরট্যান্ট । ক্লাস ৭-১০ এর বেসিক পাটিগণিত প্রাক্টিস করতে পারেন বা জবের জন্য যেকোনো ম্যাথ বই ফলো করলে  সেই বইয়ের ইজি ম্যাথগুলা দেইখেন শুধু ।
1. Percentage
 2. Ratio
3. Average
4. Partnership
5. Profit-loss
6. Interest
এই ৬ ধরনের  ম্যাথ দেখবেন অবশ্যই অবশ্যই অবশ্যই ।
7. Work  
8. Boat, Train
9. Pipe
10. Age
এগুলা সেইফ থাকার জন্য প্রাকটিস করবেন ।
আমাদের সময় যে দুটি ম্যাথ আসছিলঃ
#এক ব্যাক্তির কাছে ৪২০ টাকা আছে । সে ৫০ টা আম, ৩০ টা কমলা কিনলো সব টাকা দিয়ে । পরে সে ৬টা আম দিয়ে ( ৬ টা আম বদলাইয়া )  ৯টা কমলা নিল , এখানে ৬ টা আম আর ৯টা কমলার দাম একই । তাহলে  একটি আমের দাম কত ছিল ?
#এক ব্যাক্তি তার সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিল । বড় ছেলে পেল ⅗ অংশ । ছোট ছেলে পেল ৫০০০০ টাকা । তাহলে ওই ব্যাক্তির নিকট টোটাল কত টাকা ছিল ?
২। এনালিটিকাল এবিলিটিঃ একদম সহজ ৫ টা প্রশ্ন , MCQ টাইপ । একবার পরেই প্রশ্ন বুঝে যাবেন ।
৩। ইংরেজি-বাংলাঃ  এই পার্টটা মজার ।
**গ্রামার - Tense আর Right form of verbs দেখলেই এখানে ভালো করা যায় ।
**অনুবাদ- একটা প্যাসেজ দেয়া থাকবে ইংরেজিতে  , সেটা বাংলায় অনুবাদ করতে হবে । যেমন- Underground Metro Rail Project নিয়ে আমাদের দিছিল ।
আবার বাংলায় একটা ছোট গল্প থাকবে যেটা ইংরেজিতে অনুবাদ করতে হবে । যেমন - ভাল্লুক আর দুই বন্ধুর গল্প ।  
** ইনফর্মাল লেটার- কোনো বিষয় জানিয়ে বন্ধু বা ভাইবোনকে লেটার লিখতে হবে । এটা কমন পরবেনা , তাই লেখার ফরম্যাট মনে রাখলেই হবে ।
**বাক্যরচনা - ইংরেজি ১০টি শব্দ থেকে বাক্যরচনা করতে হয় ।  
** শব্দার্থ- ১০টি + ১০ টি। বাংলা থেকে ইংরেজি , ইংরেজি থেকে বাংলা ।  একদম বেসিক , নর্মালি আমরা যা ইউজ করি সেগুলা থেকেই । যেমন- Optional ,অনুপ্রেরণা , মহাপরিচালকের শব্দার্থ ।
আমরা অনেক ইংরেজি ইউজ করি তাই মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দের বাংলা মনে পড়ে না , যেমন- Chair এর বাংলা কেদারা, মাঝে মাঝে এটাই মনে করতে টাইম লাগে । এছাড়া এখানে আর কোনো চ্যালেঞ্জ নাই ।
*** ফোকাস রাইটিং - মূলত এখানেই সময় লাগে । বাংলা একটা আর ইংরেজি একটা মোট দুইটা লিখতে হয় । টপিক কমন পরবেনা , এখানেও বলবো গুগল/ ইউটিউব থেকে বাংলা, ইংরেজি ফোকাস রাইটিং লেখার ফরম্যাট দেখে নিয়েন । আমাদের সময় আসছিল , প্রিয় শিক্ষক  আর How are you taking preparation for competitive job market.  
কিছু জিনিস মনে রাখবেনঃ  
১। আমাদেরসহ আগের অনেক রিটেন এক্সামে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসেনি ।
২। ক্যালকুলেটর ইউজ করতে পারবেন , আমি সাইয়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে গেছিলাম ।
৩। ৬০+ মার্ক সেইফ ধরা হয় ।
৪। টাইম ম্যানেজমেন্ট খুব ভাইটাল ।
৫। অনেক কিছু কমন পাবেন না, তাই ঘাবড়ানোর কিছু নাই , লেখার ফরম্যাট জানলে আর মাথা ঠাণ্ডা রাখলে ইজিলি পারবেন সব উত্তর দিতে । 



Post a Comment

أحدث أقدم