নিয়মিত নতুন চাকরির বিজ্ঞপ্তি , চাকরির পরিক্ষার সময়সূচী ও প্রবেশ পত্র সংক্রান্ত যাবতীয় আপনার স্মার্ট ফোনে নোটিফিকেশন হিসেবে পেতে চাইলে এখোনি follow করে রাখুন ।
Android Phone
Notification
Turn
Turn
BCS, BANK, Government Job এর জন্য অধিক উপযোগী
২০১৮ - ২০১৯
updated
প্রশ্নঃ ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে
২০১৮ - ২০১৯
updated
প্রশ্নঃ ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে
বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্হ-নরক,
মানষেতে সুরাসুর।’ পঙ্ক্তির রচয়িতা কে?
Ans: ফজলুল করিম
------------------------------------
প্রশ্নঃ ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে
একা বসে আছি, নাহি ভরসা। -এই
উদ্ভৃতাংশটি কোন কবির রচনা?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
-------------------------------
প্রশ্নঃ “মোদের গরব, মোদের আশা আমরি
বাংলা ভাষা।” রচয়িতা —-
Ans: অতুল প্রসাদ সেন
------------------------------------
প্রশ্নঃ ‘আবার আসিব ফেরে ধান সিঁড়ি নদীর
তীরে’ কোন কবির কবিতা থেকে নেওয়া?
Ans: জীবনান্দ দাস
-------------------------------------------
প্রশ্নঃ ‘সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ-
রমণী কোন ভেদাভেদ নেই’। কবিতাংশটির
রচয়িতা কে?
Ans: কবি কাজী নজরুল ইসলাম
----------------------------------------
প্রশ্নঃ ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’-
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
Ans: সোনার তরী
----------------------------------------
প্রশ্নঃ ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান’
পঙ্ক্তিটির রচয়িতা কে?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
-------------------------------------------
প্রশ্নঃ ‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে
দিল যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি
কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার
অংশ? Ans: জীবন-বন্দনা
-------------------------------------
প্রশ্নঃ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান’
কার রচনা? Ans: রবীন্দ্রনাথ
-------------------------------
প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ -এ
ইচ্ছা কে প্রকাশ করেছেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
------------------------------------
প্রশ্নঃ ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ
উঠেছে ঐ’ কোন কবির কবিতায় আছে?
Ans: যতীন্দ্রমোহন বাগচী
--------------------------------------
প্রশ্নঃ ‘শহীদের ঝলকিত রক্তের বুদবুদ,
স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের
চেতনারই রঙ।’-রচয়িতা কে?
Ans: শামসুর রহমান
---------------------------------
প্রশ্নঃ ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’
লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া
— Ans: ভারতচন্দ্র রায়
--------------------------------------------------
প্রশ্নঃ ‘একখানি ছোটো খেত, আমি একেলা’-
রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?
Ans: সোনার তরী
-------------------------------
প্রশ্নঃ দুর্গম গিরি কান্তার মরু দুস্তর
পারাপার’ গানটির রচয়িতা কে?
Ans: নজরুল ইসলাম
-------------------------
প্রশ্নঃ ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’-পঙক্তিটি
কার? Ans: সুকান্ত ভট্টাচার্যের
--------------------------------------
প্রশ্নঃ ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা
মাতৃক্রোড়ে’ উক্তিটির প্রকৃত তাপৎর্য হচ্ছে
— Ans: জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে
সুন্দর
--------------------------------------
প্রশ্নঃ ‘এই বাঙ্গালায় তোমাকেই আসতে
হবে হে স্বাধীনতা’ উক্তিটি কার?
Ans: শামসুর রাহমান
---------------------------------------
প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে
আসে যায়’-এ পঙক্তিটি-
Ans: বাউল পদাবলীর অন্তর্গত
----------------------
প্রশ্নঃ ‘মানুষ যা চায় ভুল করে চায় যা পায়
তা চায় না’ — কার কথা?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------------------
প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ?’
উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
Ans: কপালকুণ্ডলা
--------------------------------------
প্রশ্নঃ ‘আমি চাইনা বচিার হাশরের দি চাই
করুণা তোমার ওগো হাকীম।’ চরণ দুটি নিচের
কোন কবির? Ans: কাজী নজরুল ইসলাম
----------------------------------------
প্রশ্নঃ ‘এ জগতে হায়, সেই বেশি চায় আছে
যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত
কাঙালের ধন চুরি।’— চরণদ্বয় রবীন্দ্রনাথের
কোন কবিতার অংশ? Ans: দুই বিঘা জমি
--------------------------
প্রশ্নঃ ‘এতটুকু তারে ঘরেএনছিনু সোনার মতন
মুখ, পুতুরের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে
ভাসাইত বুক’ পঙক্তিটি কোন কবিতার অংশ?
Ans: কবর
-------------------------------
প্রশ্নঃ ‘হায়রে, তাহার বউমার প্রতি বাবার
সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখাই
খাদে নামিল কেমন করিয়া?’ উদ্ধতাংশটুকু
প্রবন্ধকার কে? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
-------------------------------------
প্রশ্নঃ ‘তোমাকে দেখব বলে যতোবারই চোখ
খুলতে বাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব
গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে।’ উক্তিটি কার?
Ans: ইব্রাহীম কার্দি
-------------------------------------
প্রশ্নঃ ‘আমার সন্তান যেন থাকে দুধে-
ভাতে’- কার রচনা? Ans: ভারতচন্দ্র রায়
প্রশ্নঃ ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায়’- চরণটি কার?
Ans: রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
------------------------------------------------------
প্রশ্নঃ ‘মানুষেরই মাঝে স্বর্গ-নরক,
মানুষেতে সুরাসুর’ এই পঙক্তি কার রচনা?
Ans: শেখ ফজলুল করিম
------------------------------------------
প্রশ্নঃ ‘বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন
দ্বিতীয় সীতাবিসর্জনের কাহিনী লিখতে
হইবে সে কথা কে জানিত।’-এই বাক্যটি কোন
লেখায় আছে? Ans: হৈমন্তী
---------------------------------------
প্রশ্নঃ ‘ঈশ্বরগুপ্তের কাব্য চালের কাঁটায়,
রান্না ঘরের ধূঁয়ায়, নাটুরে মাঝির ধ্বজির
ঠেলায়… পাঠার মজ্জায়’ উক্তিটি কার?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
-----------------------------------
প্রশ্নঃ ‘এ যে দুর্লভ, এ যে মানবী,
ইহাররহস্যের কি অন্ত আছে?’ এই উক্তিটি
কার?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
----------------------------------------
প্রশ্নঃ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল
রক্ত লাল’ -গানটির গীতিকার কে?
Ans: গোবিন্দ দাস
-----------------------------------
প্রশ্নঃ ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া
নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন
শিল্পী- Ans: আব্দুল লতিফ
--------------------------------------------------
প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো
একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা ও সুরকার
হলেন যথাক্রমে-
Ans: আবদুল গাফফার চৌধুরী
ও আলতাফ মাহমুদ
-------------------------------------------
প্রশ্নঃ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে
চায়”- চরণটি কার? Ans: রঙ্গলাল
বন্দোপ্যাধ্যায়
-----------------------------------
-----------------------------------
প্রশ্নঃ ‘এনেছিলে সাথে করে মৃতুহীন প্রাণ,
মরণে তাই তুমি করে গেলে দান।’ কবিশুরু
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে
কথাগুলো লিখেছিলেন?
------------------------------
Ans: চিত্তরঞ্জন দাস
------------------------------
Ans: চিত্তরঞ্জন দাস
প্রশ্নঃ বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে
বেলার গান– বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল
বান।। পঙ্ক্তিটির রচয়িতা কে?
----------------------------------
Ans:
----------------------------------
Ans:
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে
মরেন নাই’ উক্তিটি কোন গল্প লেখকের?
--------------------------------
--------------------------------
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখি’-
পঙক্তিটির উৎস কি? Ans: লালন গীতি
প্রশ্নঃ ‘রমযানের ঐ রোযার শেষে এল খুশির
ঈদ’ গানটির রচয়িতা কে?
----------------------------------------
Ans: কাজী নজরুল ইসলাম
----------------------------------------
Ans: কাজী নজরুল ইসলাম
প্রশ্নঃ এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার
মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে
ভাসাইত বুক।-পংক্তিটি কোন কবির রচনা?
-----------------------------------
-----------------------------------
Ans: কবি জসীম উদদীন
প্রশ্নঃ নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী
নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া
হয়েছে? ‘কাণ্ডারীএ তরীর পাকা মাঝি
মাল্লা দাঁড়ী মুখে সারিগান-লা শরীক
আল্লাহ’।
-------------------------
Ans: খেয়াপারেরতরণী
-------------------------
Ans: খেয়াপারেরতরণী
প্রশ্নঃ ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য;
তার চেয়ে বেশী সত্য আমরা বাঙালি’-
উক্তিটি করেন-
Ans: ড. মুহম্মদ শহীদুল্লাহ
---------------------------------
Ans: ড. মুহম্মদ শহীদুল্লাহ
---------------------------------
প্রশ্নঃ “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন হউক
দূর অকল্যাণ সকল অশোভন।” চরণ দুটি কার
লেখা?
------------------------------
Ans: শেখ ফজলুল করিম
------------------------------
Ans: শেখ ফজলুল করিম
প্রশ্নঃ ‘তবুও থামে না যৌবন বেগ, জীবনের
উল্লাসে’-এই চরণটির রচয়িতা নিম্নের কোন
কবি?
Ans:
সুকান্ত ভট্টাচার্য
------------------------------------
Ans:
সুকান্ত ভট্টাচার্য
------------------------------------
প্রশ্নঃ “এতকাল নদীকূলে যাহা লয়েছিনু
ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন
আমারে লহ করুণা করে”-উদ্ধৃতি চরণ কয়টি
রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া
হয়েছে?
Ans: সোনার তরী
-----------------------------
Ans: সোনার তরী
-----------------------------
প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো
একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে? Ans:
আব্দুল গাফফার চৌধুরী
প্রশ্নঃ আমি কি ডরাই সখি ভিখারী
রাঘবে?-‘ভিখারী রাঘব’ কে?--
Ans: রাম
------------------------------------
Ans: রাম
------------------------------------
প্রশ্নঃ ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো
তুমি’- কোন কবি একথা বলেছিলেন?
Ans:
Ans:
জীবনানন্দ দাশ
----------------------------------
----------------------------------
প্রশ্নঃ “ধনধান্য পুষ্পে ভরা” দেশাত্মবোধক
গানটির রচয়িতা কে?
Ans: দ্বিজেন্দ্রলাল রায়
----------------------------
Ans: দ্বিজেন্দ্রলাল রায়
----------------------------
প্রশ্নঃ ‘এ ধরার মাখে তুলিয়া নিনাদ
চাহিনা করিত বাদ প্রতিবাদ।’ কোন কবির
উক্তি? Ans: কাজী নজরুল ইসলাম
--------------------------------------
--------------------------------------
প্রশ্নঃ ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ
মহান। তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান
কণ্টক মুকুট শোভা।’ – কবিতাংশটুকু কাজী
নজরুল ইসলামের কোন কবিতার অংশবিশেষ?
Ans: দারিদ্র্য
-----------------------------------------
-----------------------------------------
প্রশ্নঃ ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীভন হউক
দূর অকল্যাণ সকল অশোভন।’ — চরণ দুটি কার
লেখা? Ans: শেখ ফজলুল করিম
----------------------------------
----------------------------------
প্রশ্নঃ গাহি তাহাদের গান- ধরনীর হাতে
দিল যারা আনি ফসলের ফরমান।-পংক্তিটি
কোন কবির রচনা?
Ans: কাজী নজরুল ইসলাম
-------------------------------
Ans: কাজী নজরুল ইসলাম
-------------------------------
প্রশ্নঃ মেঘনা নদী দেবো পাড়ি কল-অলা এক
নায়ে। আবা আমি যাবে আমার পাহাড়তলী
গাঁয়ে। — উপরোক্ত পঙক্তিটি কোন কবির
রচনা?
Ans: আহসান হাবীব
-------------------------------
Ans: আহসান হাবীব
-------------------------------
প্রশ্নঃ ‘পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”
কার রচনা? Ans: সুকুমার রায়
-----------------------------------------
-----------------------------------------
প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।’ –
পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য
থেকে নেয়া?
Ans: কড়ি ও কোমল
-----------------------------
Ans: কড়ি ও কোমল
-----------------------------
প্রশ্নঃ ‘জন্মেছি মাগো তোমার কোলেতে
মরি যেন এই দেশে’ — এই কবিতাংশটুকুর কবি
কে? Ans: সুফিয়া কামাল
------------------------
------------------------
প্রশ্নঃ ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব
না কেন” উক্তিটি কার? Ans: বঙ্কিম
চট্টোপাধ্যায়
---------------------------
---------------------------
প্রশ্নঃ ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই
আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ কার
লেখা ? Ans: জীবনানন্দ দাস
----------------------------
----------------------------
প্রশ্নঃ ‘আমি চিরদুর্দম দুর্বিনীতি, নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন,
আমি ধ্বংস’। পঙ্ক্তি কাজী নজরুল ইসলামের
কোন কবিতার অংশ? Ans: বিদ্রোহী
----------------------------------
----------------------------------
প্রশ্নঃ ‘বাদলের জলে নাহিয়া সে মেয়ে
হেসে কুটি কুটি হয়’ -মেয়েটি কে?
Ans: কদম
Ans: কদম
ফুল
-------------------------------------
-------------------------------------
প্রশ্নঃ ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সরাদিন আমি যেন ভাল হয়ে চলি’ এই
চরণদ্বয়ের লেখক- Ans: মদনমোহন তর্কালঙ্কার
-----------------------
-----------------------
প্রশ্নঃ ‘যে জন দিবসে মনের হরষে জ্বালায়
মোমের বাতি।’ এই পঙ্ক্তিটি কোন কবির
থেকে নেয়া হয়েছে? Ans: কৃষ্ণচন্দ্র মজুমদার
-----------------------------------
-----------------------------------
প্রশ্নঃ ‘মামা আমার ছুটি হয়েছে?’ ‘ছুটি’
গল্পে ফটিকের এই উক্তি দ্বারা তার মনের
কোন ভাবের অভিব্যক্তি ঘটেছে?
Ans:
ছুটি
--------------------------------------
Ans:
ছুটি
--------------------------------------
হলে সে গ্রামের বাড়িতে ফিরে যেতে
পারবে
প্রশ্নঃ ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’—
এই উক্তিটি কার? Ans: প্রমথ চৌধুরী
---------------------------------------
---------------------------------------
প্রশ্নঃ ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন
সেবিছে ঈশ্বর।’- উক্তিটির রচয়িতা কে?
Ans:
Ans:
স্বামী বিবেকানন্দ
---------------------------------------------
---------------------------------------------
প্রশ্নঃ ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’ -
এই চরণটি কার লেখা? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
---------------------------------
---------------------------------
প্রশ্নঃ ‘মধুর চেয়ে আছে মধুর সে আমার এই
দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি
সোনার চেয়ে খাঁটি’ কবিতার এই অংশ
বিশেষের রচয়িতা-
Ans: সত্যেন্দ্রনাথ দত্ত
---------------------------
Ans: সত্যেন্দ্রনাথ দত্ত
---------------------------
প্রশ্নঃ ‘আমরা সবাই রাজা আামদের এই
রাজার রাজত্বে’ এই পঙ্ক্তিটির রচয়িতা
কে? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
------------------------------
------------------------------
প্রশ্নঃ ‘জন্মই আমার আজন্ম পাপ’-উক্তিটি
কার? Ans: দাউদ হায়দার
--------------------------------------
--------------------------------------
প্রশ্নঃ ‘বউ কথা কও, বউ কথা কও কও কথা
অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী।’-এই কবিতাংশটুকুর কবি
কে?
Ans: কাজী নজরুল ইসলাম
-----------------------------------
Ans: কাজী নজরুল ইসলাম
-----------------------------------
প্রশ্নঃ ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে
পুড়িয়া গেল’- পদটির রচয়িতা কে?
Ans:
Ans:
জ্ঞানদাস
----------------------
----------------------
প্রশ্নঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ? কথাটি
কার Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-------------------------------------------
-------------------------------------------
প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা আমি তোমায়
ভালোবাসি’-এ গানের কত লাইন আমাদের
জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে?
Ans:
Ans:
১০ লাইন
---------------------------------------
---------------------------------------
প্রশ্নঃ ‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা
সবে (অবোধ আমি) অবহেলা করি পরধন
লোভে মত্ত, করিনু গমন পরদেশ।’ কোন কবির
রচিত কবিতা থেকে নেওয়া হয়েছে?
Ans:
Ans:
মধুসূদন দত্ত
------------------------------------------
------------------------------------------
প্রশ্নঃ ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর
নাই’- কে বলেছেন?
Ans: চণ্ডীদাস
---------------------------
Ans: চণ্ডীদাস
---------------------------
প্রশ্নঃ ‘চাষী ওরা, নয়কো চাষা, নয়কো ছোট
লোক’ বলেছেন- Ans: নজরুল ইসলাম
--------------------------
--------------------------
প্রশ্নঃ ‘করো সুখী, থাকো সুখে প্রীতিভরে
হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি
না পার চিরদিন, একদিন এসনা তবু কাছে।’-
কবিতার চরণ দুটির রচয়িতা কে?
Ans:
Ans:
রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------------
--------------------------------
প্রশ্নঃ ‘ঘোড়ায় চড়িয়া মর্দ ….. চলিল।’
শূণ্যস্থান প্রচলিত শব্দটি চিহ্নিত করুন? Ans:
হাঁটিয়া
---------------------------
---------------------------
প্রশ্নঃ ‘যে তোমার পুত্র নহে তারো … আছে।’
শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?
Ans:
Ans:
পিতা
------------------------------------------
------------------------------------------
প্রশ্নঃ ‘হে কবি, নীরব কেন ফাগুন যে
এসেছে ধরায়, বসন্তেরে বরিয়া তুমি বলবে
না কি তব বন্দনায়? উদ্ধৃতাংশের রচয়িতা
কে? Ans: বেগম সুফিয়া কামাল
-----------------------------
-----------------------------
প্রশ্নঃ “মধুর চেয়েও আছে মধুর সে অঅমার এই
দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি
সোনার চেয়ে খাঁটি।” কবিতাংশ বিশেষের
রচয়িতা- Ans: সত্যেন্দ্রনাথ দত্ত
--------------------------------
--------------------------------
প্রশ্নঃ ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল
তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?’-
উক্তিটি কার? Ans: কৃষ্ণচন্দ্র মজুমদারের
----------------------------
----------------------------
প্রশ্নঃ ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের
মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে মুধু
কালিই পড়ে’- কে বলেছেন?
Ans: প্রমথ চৌধুরী
-------------------------
Ans: প্রমথ চৌধুরী
-------------------------
প্রশ্নঃ ‘ধরণীর কোন এক দীনতম গৃহে যদি
জন্মে প্রেয়সী’ কার লেখা?
Ans:
কবি
--------------------------------
Ans:
কবি
--------------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্নঃ আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।- কবিতাটির
রচয়িতা কে? Ans: কুসুমকুমারী দেবী
-------------------------------------
-------------------------------------
প্রশ্নঃ ‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এ
ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ,
আমি আজ চোর বটে।’- পঙ্ক্তিটির রচয়িতা
কে? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
---------------------------
---------------------------
প্রশ্নঃ ‘জ্বলে-পুড়ে-মরে ছারখার তবু মাথা
নোয়াবার নয়’ -কবিতাংশটি কার লেখা?
Ans:
Ans:
সুকান্ত ভট্টাচার্য
---------------------------------------
---------------------------------------
প্রশ্নঃ ‘ঠগ পীরের পানি পড়ায় কি কোন কাম
হয়? লালসালু উপন্যাসে এ উক্তিটি কার?
Ans:
Ans:
আক্কাসের
--------------------------------------
--------------------------------------
প্রশ্নঃ ‘ওরে বাছা মাতৃকোষে রনে রাজি, এ
ভিখারী দশা তবে কোন তোর আজি’-এ
পঙতিদ্বয় কোন কবিতার অন্তর্গত?
Ans:
Ans:
বঙ্গভাষা
-------------------------------------------------------
-------------------------------------------------------
প্রশ্নঃ ‘তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই
নয়নের জলে’ পঙক্তিটি কোন কবিতার
অন্তর্গত? Ans: কবর
--------------------------------------
--------------------------------------
প্রশ্নঃ ‘আমি যে দেখেছি গোপন হিংসা
কপট রাত্রিছায়ে’ উদ্ধৃতাংশটি কোন কবির
কোন কবিতার অংশ?
Ans: প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------------
Ans: প্রশ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------------
প্রশ্নঃ “শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির,
লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির।” এ
অংশটুকুর মূল প্রতিপাদ্য।
Ans: অকৃতজ্ঞতা
-----------------------------------------
Ans: অকৃতজ্ঞতা
-----------------------------------------
প্রশ্নঃ ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির
মোর।’ — লিখেছেন? Ans: বিদ্যাপতি
প্রশ্নঃ ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই
আর নাহিরে ওগো, আজ তোরা যাসনে ঘরে
বাহিরে’। পঙ্ক্তিটি কার লেখা?
Ans:
Ans:
রবীন্দ্রনাথ ঠাকুর
----------------------------------
----------------------------------
প্রশ্নঃ ‘দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়
নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।’
কবিতাংশটি কার? Ans: কবি আব্দুল হাকিম
-----------------------------------------
-----------------------------------------
প্রশ্নঃ ‘হে মাঝি! এবার তুমিও পেয়োনা ভয়,
তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়,
ঝরুক এ ঝড়ে নারঙ্গীপাতা, তবু পাতা আগণন
ভিড় করে- যেথা জাগছে আকাশে হেরার
রাজতোরণ।’ কবিা ও কবিতার নাম-
Ans:
Ans:
ফররুখ সাত সাগরের মাঝি
---------------------------------------------------
---------------------------------------------------
প্রশ্নঃ ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল
মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না’
বলেছেন- Ans: রবীন্দ্রনাথ
------------------------------------
------------------------------------
প্রশ্নঃ ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো
পাপ’-কার উক্তি? Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
-----------------------------------
-----------------------------------
প্রশ্নঃ ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির
কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী
অর্ধেক তার নর।’ কবিতাংশটুকু কোন কবির
লেখা? Ans: কাজী নজরুল ইসলাম
--------------------------------------
--------------------------------------
প্রশ্নঃ এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে
যাব আমি’- পঙ্ক্তিটির রচয়িতা কে?
Ans: সুকান্ত ভট্টাচার্য
-----------------------------------
Ans: সুকান্ত ভট্টাচার্য
-----------------------------------
প্রশ্নঃ ‘পাখি সব করে রব রাতি পোহাইল’
পংক্তির রচয়িতা-
Ans: মদনমোহদন তর্কালংকার
Ans: মদনমোহদন তর্কালংকার
---------------------------------
প্রশ্নঃ পাখির ….. মত চোখ তুলে বলেছিল
নাটোরের বনলতা সেন।
Ans: নীড়ের
------------------
প্রশ্নঃ ‘সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত
তোমার কথা ভাবি এ ভাবি এ বিরলে।’ চরণ
দুটি কবি কে?
Post a Comment