Advertisment


অশুদ্ধ: মহারাজা সভাগৃহে প্রবেশ করিলেন।
শুদ্ধ: মহারাজ সভাগৃহে প্রবেশ করিলেন।
অশুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।
শুদ্ধ: আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো উত্পাত করছে।
শুদ্ধ: নতুন ছেলেগুলো উত্পাত করছে।
অশুদ্ধ: কথাটি সঠিক নয়।
শুদ্ধ: কথাটি ঠিক নয়।
অশুদ্ধ: রবীন্দ্রনাথ ভয়ংকর কবি ছিলেন।
শুদ্ধ: রবীন্দ্রনাথ অসাধারণ কবি ছিলেন।
অশুদ্ধ: সূর্য উদয় হয়েছে।
শুদ্ধ: সূর্য উদিত হয়েছে।
অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।
অশুদ্ধ: আসছে আগামীকাল কলেজ বন্ধ হবে।
শুদ্ধ: আগামীকাল কলেজ বন্ধ হবে।
অশুদ্ধ: গাছে কাঁঠাল মাথায় তেল।
শুদ্ধ: গাছে কাঁঠাল গোঁফে তেল।
অশুদ্ধ: আবশ্যকীয় দ্রব্যাদি সঙ্গে আনবেন।
শুদ্ধ: আবশ্যক দ্রব্যাদি সঙ্গে আনবেন।
অশুদ্ধ: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি সমূলে উত্পাটিত হয়েছে।
অশুদ্ধ: শুধুমাত্র এই কটা টাকা দিলে?
শুদ্ধ: শুধু এই কটা টাকা দিলে?
অশুদ্ধ: অপমান হওয়ার ভয় নেই।
শুদ্ধ: অপমানিত হওয়ার ভয় নেই।
অশুদ্ধ: তারা একত্র গমন করল।
শুদ্ধ: তারা একত্রে গমন করল।
অশুদ্ধ: পরবর্তীতে আপনি এলে ভালো হবে।
শুদ্ধ: পরবর্তীকালে আপনি এলে ভালো হবে।
অশুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ।
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রিত।
অশুদ্ধ: সারথি কশাঘাত করিবা মাত্র, অশ্বগণ
বায়ুবেগে ধাবমান হইল।
শুদ্ধ: সারথি কশাঘাত করিবামাত্র অশ্বপাল
বায়ুবেগে ধাবমান হইল।
অশুদ্ধ: কন্যার বাপ সবুর করতে পারতেন, কিন্তু বরের
বাপ সবুর করিতে চাহিলেন না।
শুদ্ধ: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের
বাপ সবুর করিতে চাহিলেন না।
অশুদ্ধ: দ্বাদশ শ্রেণীতে তেত্রিশ জন ছাত্র আছে,
তাদের মধ্যে রহিম সবচেয়ে ভাল।
শুদ্ধ: দ্বাদশ শ্রেণিতে তেত্রিশজন ছাত্র আছে,
তাদের মধ্যে রহিম সবচেয়ে ভালো।
অশুদ্ধ: গতকালের সভায় সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
শুদ্ধ: গতকালের সভায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
শব্দ ও ভাষার শুদ্ধ প্রয়োগ
অশুদ্ধ: পরোপকার মানুষত্বের পরিচায়ক।
শুদ্ধ: পরোপকার মনুষ্যত্বের পরিচায়ক।
অশুদ্ধ: বাড়ির মালিক যে চিঠি প্রদর্শন করেছিল,
তা নয়।
শুদ্ধ: বাড়ির মালিক যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, তা নয়।
অশুদ্ধ: বিদ্যাণকে সকলে শ্রদ্ধা করে।
শুদ্ধ: বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে।
অশুদ্ধ: মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে।
শুদ্ধ: মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
অশুদ্ধ: যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা।
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
অশুদ্ধ: রচনাটির উত্কর্ষতা অনস্বীকার্য।
শুদ্ধ: রচনাটির উত্কর্ষ অনস্বীকার্য।
অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।
শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।
অশুদ্ধ: সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।
শুদ্ধ: সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল।
অশুদ্ধ: তুমিই টাকাটি আত্মসাত্ করেছ।
শুদ্ধ: তুমিই টাকাগুলো আত্মসাত্ করেছ।
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: অন্যায়ের ফল দুর্নিবার্য।
শুদ্ধ: অন্যায়ের প্রতিফল অনিবার্য।
অশুদ্ধ: সে অপমান হইয়াছে।
শুদ্ধ: সে অপমানিত হইয়াছে।
অশুদ্ধ: উত্পন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
শুদ্ধ: উত্পাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলছ কেন?
শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলছ কেন?
অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ: আমার আর বাঁচিবার সাধ নাই।
অশুদ্ধ: একের লাঠি দশের বোঝা।
শুদ্ধ: দশের লাঠি একের বোঝা।
অশুদ্ধ: সব মাছগুলোর দাম কত?
শুদ্ধ: সব মাছের দাম কত?
অশুদ্ধ: কালীদাস খ্যাতমান কবি।
শুদ্ধ: কালীদাস খ্যাতিমান কবি।
অশুদ্ধ: তাহাকে এখান থেকে যাইতে হইবে।
শুদ্ধ: তাকে এখান থেকে যেতে হবে।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উত্পাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি মূলসহ উত্পাটিত হয়েছে।
অশুদ্ধ: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
শুদ্ধ: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
অশুদ্ধ: সকল ছাত্রগণই পাঠে অমনোযোগী।
শুদ্ধ: সকল ছাত্রই পাঠে অমনোযোগী।
অশুদ্ধ: আবশ্যক ব্যায়ে কার্পণ্যতা করা উচিত নয়।
শুদ্ধ: আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
অশুদ্ধ: এটি লজ্জাস্কর ব্যাপার।
শুদ্ধ: এটা লজ্জাকর ব্যাপার।
অশুদ্ধ: অশ্রুজলে বুক ভেসে গেল।
শুদ্ধ: অশ্রুতে বুক ভেসে গেল।
অশুদ্ধ: তাহার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
শুদ্ধ: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।
অশুদ্ধ: সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন।
অশুদ্ধ: তাহার লেখাপড়ায় মনযোগ নাই।
শুদ্ধ: তাহার লেখাপড়ায় মনোযোগ নাই।
অশুদ্ধ: এক অগ্রহায়ণে শীত যায় না।
শুদ্ধ: এক মাঘে শীত যায় না।

Post a Comment

Previous Post Next Post